October 5, 2025

আরামবাগ লোকসভা আসুন দখলে মরিয়া বিজেপি পরপর আসছেন এক ঝাঁক কেন্দ্রীয় নেতা

সোমালিয়া সংবাদ, আরামবাগ:  সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তারপরেই লোকসভা নির্বাচন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কতটা ভাল ফল করবে তা নিয়ে বিজেপির নিজের দলের মধ্যেই সংশয় রয়েছে। কিন্তু আগামী লোকসভা নির্বাচনে তারা যে পশ্চিমবঙ্গ থেকে যত বেশি সম্ভব আসন তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। আর তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তারা দলীয় সংগঠনকে মজবুত করতে চাইছে। পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের ভোকাল টনিক দিয়ে তাদেরকে উদ্দীপিত করে রাখতে চাইছে। আর তাই এবার পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনকে বিভিন্ন স্তরে তারা ভাগ করেছে। যে সমস্ত আসন বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে কিন্তু আগামী লোকসভা নির্বাচনে বিজেপি জেতার ব্যাপারে আশাবাদী সেই আসনগুলি নিয়ে বিজেপি সবার আগে ঝাঁপিয়ে পড়তে চলেছে। সেই তালিকায় রয়েছে আরামবাগ, মথুরাপুরের মতো আসনগুলি। এই সমস্ত আসনগুলিকে পাখির চোখ করে একের পর এক দলীয় সভা সংগঠিত করতে চলেছে বিজেপি। আর তাই আগামী ১৯ জানুয়ারি খানাকুলে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে থাকছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।। শুধু তাই নয়, বিজেপি সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনে আরামবাগ আসনে পদ্মফুল ফোটাতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও স্মৃতি ইরানি থেকে শুরু করে যোগী আদিত্যনাথের মতো জনপ্রিয় মুখগুলিকে আরামবাগের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এনে আরামবাগ আসনটিকে ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। তবে বিজেপির সেই উদ্দেশ্য কতটা সফল হবে তা এখনই বলা সম্ভব নয়। তার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।

Loading