সোমালিয়া সংবাদ, খানাকুল: দেশ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে খানাকুল থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা শুরু করলেন খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি। যিনি এলাকার মানুষের কাছে ‘বহুরূপী গোলাপসুন্দরী’ প্রধান শিক্ষক নামে পরিচিত। কারণ গোলাপসুন্দরী নাম নিয়ে বহুরূপী সেজে গালে-কপালে রং, হাতে বালা, পায়ে নূপুর পরে, থালা বাজিয়ে নেচে নেচে ছড়া কেটে তিনি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। কখনও করোনা মহামারীর কখনও ডেঙ্গু প্রতিরোধে তিনি গ্রামে গ্রামে রাস্তাঘাটে ঘুরে সাধারণ মানুষকে সতর্ক করেন। কিন্তু এবার তিনি বাল্যবিবাহ বন্ধ করতে সারাদেশ জুড়ে সচেতনতা প্রচারে নেমে পড়লেন। রবিবার রাজা রামমোহন রায়ের বসতভিটে থেকে তিনি যাত্রা শুরু করেন। তার আগে তিনি সেখানে থাকা রাজা রামমোহনের মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানান। তিনি বলেন, রামমোহন শুধু সতীদাহ প্রথা বন্ধেই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেননি, বাল্যবিবাহ বন্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাই তাঁর আশীর্বাদ নিয়ে আমি পথে পথে বহুরূপী সেজে মানুষকে সচেতন করতে চাই। এর জন্য তিনি বিদ্যালয় থেকে ৪৫ দিন ছুটি নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার শিক্ষকতার জীবনে স্কুল থেকে কোনদিন ছুটি নিইনি। কিন্তু এবার বৃহত্তর স্বার্থে ছুটি নিয়েই বেরিয়ে পড়েছি। আমার আশা, ৪০ দিনের মধ্যেই দিল্লিতে পৌঁছাতে পারব। তারপর সেখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরব। এদিন সকালে যাত্রা শুরুর আগে এলাকার সাধারণ মানুষ তাঁকে সম্বর্ধনা জানান। পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। খানাকুল থেকে আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খন্ড, বিহার হয়ে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন। দেবাশিসবাবু বলেন, আগের থেকে বাল্যবিবাহ এখন অনেকটা কমে গেলেও গ্রামেগঞ্জে এখনও ১৮ বছরের কম বয়সের মেয়েদের বিয়ে দেওয়া চলছে। তাই এ ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই আমার এই উদ্যোগ। তিনি আরও বলেন, শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর। ভাল-মন্দ নিয়ে সমাজকে সচেতন করাই আমাদের কাজ। শুধু তো ক্লাসে লেখাপড়া শেখানোতে আমাদের দায়িত্ব শেষ নয়। এর বাইরেও আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি তাই দেখলাম বহুরূপী সেজে যদি বাল্যবিবাহ বন্ধ করতে সাধারণ মানুষকে বোঝানো যায় তাহলে এই সমাজ উপকৃত হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি