October 5, 2025

আরামবাগে বাস থামিয়ে অপহরণ করা হল বাস কন্ডাক্টরকে। পরে উদ্ধার পুলিশের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত বাস মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বাস থেকে অপহরণ করা হল সরকারি যাত্রীবাহী বাসের কন্ডাক্টরকে। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে আরামবাগ-বর্ধমান ৭ নম্বর রাজ্য সড়কের আরামবাগের ২২ মাইল এলাকায়। জানা গেছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেদিনীপুর ডিপোর ওই বাসটি মুর্শিদাবাদের লালগোলা থেকে মেদিনীপুর যাচ্ছিল। সেটি ২২ মাইল এলাকায় পৌঁছলে ১০-১৫ জন ব্যক্তি বাসটির সামনে রাস্তার উপর একটি ট্রাক্টর দিয়ে বাসটিকে থামায়। তারপর বাস থেকে কন্ডাক্টর শেখ সইফুদ্দিনকে বাস থেকে জোর করে নামায়। এরপর তাঁকে তুলে নিয়ে চলে যায়। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে যায় এলাকায়। মাঝ রাস্তায় আটকে পড়ে চরম সমস্যায় পড়েন বাসযাত্রীরা। বাসচালক প্রদীপ কুমার পাল সঙ্গে সঙ্গে বিষয়টি তাঁদের মেদিনীপুর ডিপো ও আরামবাগ থানাকে জানান।  আরামবাগ থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায়। তারা দ্রুত এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে। বেশ কিছুক্ষণ পর একটি ঘর থেকে পুলিশ ওই কন্ডাক্টাষর শেখ সইফুদ্দিনকে উদ্ধার করে। পাশাপাশি আরও তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই সরকারি বাসের কন্ডাক্টারের সঙ্গে কয়েকদিন আগে একটি বেসরকারি বাসের ঝামেলা হয়। তার জেরে এই ঘটনা বলে অনুমান।

Loading