সোমালিয়া ওয়েব নিউজ: করন জোহর পরিচালক নয়, বরং প্রযোজক করন জোহর হিসাবে বেশ কিছু মন্তব্য করেন তিনি। করন বলেন, হিন্দি সিনেমা তাঁর কাছে সব কিছু। এই ইন্ডাস্ট্রিতেই তিনি কাজ করেন। তবে একজন ব্যবসায়ী মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে তেলুগু ইন্ডাস্ট্রি অনেক বেশি লোভনীয় বলে মন্তব্য করেন করন।তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ছবির ব্যবসার ক্ষেত্রে ভাগাভাগি কীভাবে হয়। উত্তরে করন যা বলেন, তা এখন ভাইরাল। প্রযোজক বলেন, এটা বলার জন্য তিনি হয়তো খুনও হয়ে যেতে পারেন, কিন্তু এটাই সত্যি। মাত্র ৫ কোটি টাকার ওপেনিং দিয়ে অভিনেতারা ২০ কোটি টাকা চেয়ে বসলে সেটা গ্রহণযোগ্য নয় বলেই স্পষ্ট মন্তব্য করেন করন।এই সাক্ষাৎকারেই ইন্ডাস্ট্রি নিয়ে আরো একটি চলতি ধারণা ভ্রান্ত বলে দাবি করেন করন। বলিউডে নাকি আন্ডার ওয়ার্ল্ডের টাকা, কালো টাকা দিয়ে ছবি তৈরি হয়। এমন অভিযোগ বহুবার উঠেছে। সায় দিয়েছেন বলিউডেরই অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু এদিন করন দাবি করেন, কোনো রকম কালো টাকা বলিউডে নেই। কোনো অবৈধ সুত্র থেকে টাকা আসে না ইন্ডাস্ট্রিতে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল