October 5, 2025

জীববৈচিত্র‍্য বাঁচাতে আরামবাগ রেঞ্জার সাহেবের বলিষ্ঠ উদ্যোগ

সোমালিয়া সংবাদ, আরামবাগ: কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। আর এই প্রবাদ যে অক্ষরে অক্ষরে সত্যি তা বারেবারেই প্রমাণিত হয়েছে। আরও একবার প্রমাণ করলেন আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম। তিনি দায়িত্ব নিয়ে এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন। চাঁদুর ফরেস্টে বনভোজনে বিধিনিষেধ আরোপ করেছেন। শীঘ্রই বনভোজন সম্পূর্ণরূপে বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কারণ একদিকে ডিজে বক্সের তাণ্ডব, অন্যদিকে প্লাস্টিকজাত দ্রব্যের বর্জ্য পদার্থের ছড়াছড়িতে নষ্ট হচ্ছিল প্রাকৃতিক ভারসাম‍্য। আরামবাগ মহকুমার অন্যতম এই প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। আর তাকে বাঁচাতে সামনে থেকে উদ্যোগ নিয়েছেন আশরাফুল সাহেব। প্রতিবছর শীতের মরসুমে প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে যায় ফরেস্ট ও তার আশেপাশে থাকা পশুপাখির দল। কিন্তু এবার সেটা হয়নি। স্বাভাবিকভাবেই রেঞ্জার সাহেবের কথায় ‘প্রকৃতি হাসছে’। হ্যাঁ, এই হাসিই এখন প্রয়োজন। শুধু আরামবাগের চাঁদুর ফরেস্টেই নয়, সারা রাজ্য তথা দেশ এমনকি বিশ্বজুড়ে এই হাসি ফিরিয়ে আনতে না পারলে আগামী দিনে সমগ্র মানবজাতিই সংকটের মুখে পড়বে কোন সন্দেহ নেই। আর এ ব্যাপারে আরামবাগের মতো ছোট্ট মফস্বল এলাকা থেকে যেভাবে আশরাফুল সাহেব পথ দেখালেন তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়।

Loading