সোমালিয়া ওয়েব নিউজ: মন ভাল নেই পূজার, পরিবারের দুর্দিনে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।পূজা বন্দ্যোপাধ্যায় বলিউড-টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কান্নায় ভেঙে পড়লেন নায়িকা। মনখারাপ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। গুরুতর অসুস্থ অভিনেত্রীর বাবা৷ যে কোনও মেয়ের জীবনেই বিশেষ জায়গা জুড়ে থাকেন তাঁর বাবা। তিনি নায়িকা হলেও পূজার ক্ষেত্রে তার অন্যথা হল না৷নায়িকার বাবার ঠিক কী হয়েছে? তা যদিও জানা যায়নি। তবে তাঁদের পরিবার যে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা বোঝা গেল পূজার লেখায়।অভিনেত্রী লেখেন, ‘‘আমার এখন লিখতে গিয়েও হাত কাঁপছে। তোমায় হারাতে পারব না৷ তুমি আমার জীবনের সব৷ আমার স্বপ্ন ছিল দাদু, নাতি একসঙ্গে খেলবে৷ আমার ছেলে দাদুর হাত ধরে স্কুলে যাবে। আমি চাই না এটা আমাদের শেষ নিজস্বী হয়ে থাকুক। তুমি তো কখনও আমার চোখের জল সহ্য করতে পারো না৷ এ বারেও প্লিজ তুমি ফিরে এসো। আমার চোখের জল মুছিয়ে দাও।মেয়ের আর্তি, ‘‘বাবা তুমিই আমার হিরো। তোমায় ছাড়া আমি এক মুহূর্তও কিছু ভাবতে পারি না।বাবার অসুস্থতা জন্যই তিনি নাকি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল