October 6, 2025

প্রবল ঠান্ডায় আস্ত একটা ঝর্ণা বরফে ঢেকে গেল

সোমালিয়া ওয়েব নিউজ: পাহাড়ের বুক থেকে ঝরঝরিয়ে নেমে আসছে ঝরনা। দূর থেকেই শোনা যায় জলের স্রোতের শব্দ। বছরের বাকি সময়ে এই চেনা ছবিটা এখন আর নেই। পুরো ঝরনাটাই যেন থেমে রয়েছে একটি মুহূর্তে। কারণ গোটা ঝরনাটাই জমে বরফ হয়ে গিয়েছে। এমনই ছবি কাশ্মীরের দ্রুং ঝরনার।
পাহাড়ের বুক থেকে ঝরঝরিয়ে নেমে আসছে ঝরনা। দূর থেকেই শোনা যায় জলের স্রোতের শব্দ। বছরের বাকি সময়ে এই চেনা ছবিটা এখন আর নেই। পুরো ঝরনাটাই যেন থেমে রয়েছে একটি মুহূর্তে। কারণ গোটা ঝরনাটাই জমে বরফ হয়ে গিয়েছে। এমনই ছবি কাশ্মীরের দ্রুং ঝরনার।
গোটা ঝরনা যেন বরফের দেওয়াল। শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্যই শীতের মরসুমে এখানে ভিড় জমান পর্যটকরা। এই মরসুমেও নিরাশ হননি কেউ। শৈত্যপ্রবাহে জবুথবু কাশ্মীরে বরফ-ঝরনা দেখতেই ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটক।পাহাড়ের দেওয়ালেও যে জলের আস্তরণ ছিল, সেটাও দমে বরফ হয়ে গিয়েছে। জমে গিয়েছে ঝরনা থেকে তৈরি হওয়া নদীটাও।গোটা কাশ্মীর উপত্যকায় এখন শৈত্যপ্রবাহ চলছে। হিমাঙ্কের নীচেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীনগর, থেকে লাকাধ উপত্যকা সর্বত্রই একই ছবি। আরও শীতের পূর্বাভাসের কথা বলেছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে জম্মু-কাশ্মীরে পশ্চিমা ঝঞ্ঝা-এর প্রভাব থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত। আগামী ২-৩ দিন পর্যন্ত হালকা বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

Loading