সোমালিয়া ওয়েব নিউজ: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন প্রাক্তন মুক্তিযোদ্ধা, আওয়ামী লিগের প্রথম সারির নেতা শাহবুদ্দীন চুপ্পু।শাহবুদ্দীনকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের শেষে বাংলাদেশে সাধারণ নির্বাচন। সে দিক থেকে রাষ্ট্রপতি পদটি বাড়তি মাত্রা যোগ করেছে।বাংলাদেশের রাজনীতিতে শাহবুদ্দীন সম্পর্কে বলা হয়, তিনি আওয়ামী লিগের সর্বময় নেত্রী তথা প্রধানমন্ত্রীর ‘আস্থাভাজন’ তো বটেই, প্রাক্তন মুক্তিযোদ্ধা হিসেবেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। প্রাক্তন বিচারপতি হওয়ায় আইন এবং সংবিধান সম্পর্কেও শাহবুদ্দীনের সম্যক অভিজ্ঞতা রয়েছে।যে হেতু বাংলাদেশের সংসদে আওয়ামী লিগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তাদের মনোনীত প্রার্থী শাহবুদ্দীনই নিশ্চিত ভাবে ২২তম রাষ্ট্রপতির চেয়ারে বসছেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি মনোনয়নের দিন শাসকদলের নেতৃবৃন্দ গণভবনে আওয়ামী লিগ সভানেত্রীর সঙ্গে দেখা করেন। সভানেত্রী প্রতিনিধি দলকে রাষ্ট্রপতি পদে মনোনীত ব্যক্তির নাম জানান। পরে দলের সাধারণ সম্পাদক আনুষ্ঠানিক ভাবে ওই নাম ঘোষণা করেন। তার পর গণভবন থেকে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবারই। এখনও পর্যন্ত খবর, এই পদের প্রার্থী হিসাবে আর কেউ মনোনয়ন জমা দিচ্ছেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন শাহবুদ্দীন। যদি এর মধ্যে আর কেউ মনোনয়ন জমা দেন, তা হলেও শাহবুদ্দীনের জয় নিয়ে কোনও পক্ষেই কোনও সংশয় নেই।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু