October 5, 2025

ভৌতিক দুর্গ ঘিরে ব্যাপক রহস্য

সোমালিয়া ওয়েব নিউজ: এশিয়ার সবচেয়ে ভৌতিক স্থান হিসাবে এই দুর্গ তালিকার প্রথমে রয়েছে। রাজস্থানের আলোয়ার জেলায় আরাবল্লী পর্বতমালার পাহাড়ের ঢালে রয়েছে এই ভানগড় দুর্গ। যে দুর্গে সন্ধে নামলে শুরু হয় নানা ভৌতিক কার্যকলাপ। এমনই কথিত রয়েছে।কথিত আছে এখানে যদি কেউ ভুলেও সন্ধেয় ঢুকে পড়েন বা সন্ধের আগে এখান থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে তাঁকে আর কখনওই খুঁজে পাওয়া যায়না। এ দুর্গ সন্ধের পর এতটাই ভৌতিক যে এখানে রাতে যে ঠিক কী কী হয় তার পুরোটা জানা যায়নি।তবে সকালের দিকে অনেক পর্যটক হাজির হন এখানে। যত না তাঁরা দুর্গ দেখতে হাজির হন, তার চেয়ে বেশি হাজির হন সকালেও এমন কোনও ভৌতিক অস্বাভাবিক অনুভূতি হয় কিনা তা অনুভব করতে।অনেক পর্যটকই জানিয়েছেন, সকালেও দুর্গের অনেক জায়গায় তাঁদের মনে হয়েছে কারা যেন তাঁকে ঘিরে ফেলেছে। কিন্তু কাউকে দেখা যায়নি।আশপাশে অন্য কিছু থাকার একটা অনুভূতি হলেও চারিদিক ফাঁকা। দুর্গে ঘুরতে ঘুরতে সকালেও গা ছমছম করেছে, এমন একটা অস্বস্তিকর অনুভূতি হয়েছে অনেকের।রাতের অন্ধকারে এ দুর্গে যে ঠিক কী ঘটে তা কারও জানা নেই। তবে নানা কাহিনি স্থানীয়দের মুখে মুখে ঘোরে। যা শুনলে ভয়ে মানুষের রোম খাড়া হয়ে যেতে পারে। এমনই এক ভয়ংকর ভৌতিক দুর্গ হয়ে দাঁড়িয়ে আছে রাজস্থানের ভানগড় দর্গ।

Loading