October 5, 2025

এই দেশের যে দিকেই তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন বিড়াল

সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব ভূমধ্যসাগরে একটি দেশ সাইপ্রাস। এই দেশে মানুষের সংখ্যা কম। তার থেকে বিড়ালের সংখ্যা অনেক বেশি।এই দেশের রাস্তায়, বাড়িতে, যে কোন প্রতিষ্ঠান বা পাবলিক প্লেসে বিড়ালদের বিশ্রাম নিতে দেখতে পারবেন। এটি এখানকার মানুষের জন্য একটি সাধারণ দৃশ্য।সাইপ্রাসে বসবাসকারী মানুষের মোট জনসংখ্যা ১২ লাখের বেশি বলা হয়। এখানে বসবাসকারী বিড়ালের জনসংখ্যা প্রায় ১.৫ মিলিয়ন।অর্থাৎ এই দেশে মানুষের চেয়ে ১-২ লাখ বেশি বিড়াল বাস করে। এখানকার বাসিন্দাদের বিড়ালের উপস্থিতিতে কোনও সমস্যা নেই। এভাবেই বসবাস করতে অভ্যস্ত হয়ে গেছে।সুইমিং পুল, বার, হোটেল বা স্কুল-কলেজের বাইরে প্রচুর বিড়ালদের দেখা মেলে।এই সব বিড়াল কোথা থেকে এসেছে? এই প্রশ্নের উত্তর একটু জটিল। এটা বিশ্বাস করা হয় যে রোমান রানী সেন্ট হেলেনা তার সঙ্গে শত শত বিড়াল মিশর থেকে সাইপ্রাসে নিয়ে এসেছিলেন।
তিনি চেয়েছিলেন এখানে বিড়ালের বসতি গড়ে তুলতে। অনেকে আবার বিশ্বাস আছে যে প্রাচীন মিশরের ক্লিওপেট্রা বিড়াল নিয়ে এসেছিলেন।
এ ছাড়া প্রত্নতত্ত্বের তরফে জানানো হয়েছে, খ্রিস্টপূর্ব ৭৫০০ অব্দে পাওয়া একটি কবরে মানুষের সঙ্গে একটি বিড়ালকেও কবর দেওয়া হয়েছিল, যার মানে এখানে বিড়াল পালনের প্রথা পুরনো।

Loading