সোমালিয়া ওয়েব নিউজ: দিন কয়েক ধরেই নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ যেন চর্চার কেন্দ্রে। শুধু স্ত্রী নয়, অভিনেতার ভাইও তাঁর বিরুদ্ধে অভিযোগ-এনেছেন। পাল্টা অভিযোগ, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি চলছিলই। এ বার নিজের তরফ থেকে বিবৃতি দিলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। স্ত্রী আলিয়ার আনা প্রায় সব অভিযোগের উত্তর দিয়েছেন। পাশপাশি জানিয়েছেন, তাঁর দুই সন্তান শোরা ও ইয়ানিকে স্ত্রী আটকে রেখেছেন। কিন্তু স্ত্রী একের পর এক অভিযোগ করা সত্ত্বেও কেন চুপ করেছিলেন নওয়াজ়, সে উত্তরও দিলেন অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে জানান, তাঁর স্ত্রী কেবলই অর্থ চান, সেই কারণেই এত কিছু করছেন। অভিনেতার কথায়, এত দিন ধরে যা কিছু হয়েছে, তাতেই আমাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আসলে আমি এত দিন চুপ ছিলাম আমার দুই সন্তানের কথা ভেবে। আমি চাইনি, তারা এ রকম কোনও ঘটনার মধ্যে জড়িয়ে পড়ুক।’’ যে প্রশ্নটা বার বার উঠেছিল, নওয়াজ়-আলিয়া কি বিবাহিত, না কি তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিনেতা বলেন, ‘‘বহু বছর ধরেই আমরা আলদা থাকছি, আমাদের বিবাহবিচ্ছেদও হয়ে গিয়েছে। গত ৪৫ দিন ধরে আমার ছেলেমেয়েরা স্কুল কামাই করছে, দুবাই থেকে চিঠি আসছে। আসলে ওদের মা বাচ্চাদের আটকে রেখেছে।
![]()

More Stories
অ্যান্টি-ওবেসিটি ওষুধের চাহিদা তুঙ্গে
ডায়াবিটিস ও হার্ট–স্ট্রোক রোধে যুগান্তকারী ওষুধ ‘রাইবেলসাস’
৭২ ঘণ্টা উপবাসে রোগপ্রতিরোধ ব্যবস্থার পুনর্জন্ম — যুগান্তকারী গবেষণার দাবি মার্কিন বিজ্ঞানীদের