October 5, 2025

শুটিং-এ গিয়ে আহত টলিউড অভিনেতা দেব

সোমালিয়া ওয়েব নিউজ: সুপারস্টার দেবের আগামী ছবি ‘বাঘাযতীন’-এর শ্যুটিং চলছে জোর কদমে। এবার পর্দায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালনায় অরুণ রায়। ওড়িশার বারিপদায় আপাতত চলছে ছবির শ্যুট, কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। ওড়িশার গভীর জঙ্গলে চলছিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং। সেই সময়ে গাছের একটি কাঁটা ঢুকে যায় দেবের চোখে। বন্ধ হয়ে যায় শ্যুটিং। চোখের সাদা অংশে গুরুতর আঘাত পাওয়ায় বাম চোখে ব্যান্ডেজ করা হয় সুপারস্টারের। বুধবার কলকাতায় ফিরে আসেন দেব। এখন কেমন আছেন অভিনেতা?ছবির গোটা টিমের সঙ্গে রঙ খেলার একটি ছবি পোস্ট করেন দেব। ওড়িশাতেই একসঙ্গে দোল খেলেছে বাঘাযতীন ছবির গোটা টিম। দেবের পাশে দেখা যায় অভিনেতা শোয়েব কবীর ও রোহন ভট্টাচার্যকেও। সেই ছবিতেই দেখা যায় দেবের চোখে ব্যান্ডেজ। ছবি দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। অনেকেই জানতে চান কী হয়েছে তাঁদের প্রিয় সুপারস্টারের। কিন্তু সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্যের খবর জানালেন দেব। তিনি লেখেন, ‘ভালোবাসা ও শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। এই পুজোয় আপনাদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। আশা করি, আমাদের এই হার্ড ওয়ার্ক আপনারা পছন্দ করবেন।

Loading