সোমালিয়া ওয়েব নিউজ: গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, এই মুহূর্তে সে-ই পৃথিবীর জীবিত কুকুরদের মধ্যে সবচেয়ে বয়স্ক হলো পর্তুগালের ববি।
৩০ বছর বয়সি ববির বাড়ি মধ্য পর্তুগালের কঙ্কেরিওস এলাকায়। জাতে সে একটি রাফেইরো প্রজাতির কুকুর। তার কাজ হল গৃহপালিত জন্তুদের পাহারা দেওয়া। ১৯৯২ সালের মে মাসে কঙ্কেরিওসের কোস্তা পরিবারে জন্ম হয় ববির। বাড়ির এক সদস্য লিওনেল কোস্তার বয়স তখন মাত্র ৮ বছর, সেই সময় তাঁদের বাড়ির একটি কাঠের গুদামে অনেকগুলি সন্তানের জন্ম দেয় গিরা নামে তাঁদেরই একটি কুকুর। কোস্তা পরিবারে তখন এমনিই অনেকগুলি জীবজন্তু, নতুন করে এতগুলি কুকুরকে আশ্রয় দেওয়া, পালন করার সামর্থ্য ছিল না তাঁদের। তাই ঠিক করা হয়, গিরা বাইরে গেলে ছানাগুলিকে নিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে আসা হবে। পরিকল্পনা মতো তাই-ই করা হয়। কিন্তু তারপরেও দেখা যায়, গিরা বারবার ওই গুদামে এসে কাকে যেন দেখছে। তারপরেই খোঁজ করে দেখা যায়, তখনও সেখানে কটি ছানা রয়ে গিয়েছে। গায়ের রং কালচে বাদামি হওয়ায় গুদামে রাখা কাঠের রঙের সঙ্গে প্রায় মিশেই গিয়েছিল সে। আর সে কারণেই বাকি ছানাদের নিয়ে যাওয়ার সময় তাকে খেয়াল করেনি কেউ। লিওনেল ও তাঁর ভাইবোনরা ঠিক করেন, এই ছানাটিকে কিছুতেই মেরে ফেলতে দেবেন না তাঁরা। তার নাম রাখা হয় ববি। সবাই মিলে ঠিক করেন, ববির চোখ না ফোটা পর্যন্ত বাড়ির বড়দের চোখের আড়ালে ওই গুদামেই লুকিয়ে রাখা হবে তাকে। আর এই ভাবেই বড় হয়ে ওঠে সে।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন