October 6, 2025

বচ্চন পরিবারের সদস্য শ্বেতা বচ্চনকে নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: বহুদিন স্বামীর থেকে আলাদা থাকছেন শ্বেতা বচ্চন, ফাঁস হল সিক্রেট।সব সময় লাইমলাইট থাকে বচ্চন পরিবারের সদস্যরা। কখনও সিনেমার জন্য আবার কখনও ব্যক্তিগত কারণে। যদিও বচ্চন পরিবারকে নিয়ে বিতর্কের খবর খুবই কম শোনা যায়। বিশ্ব বিখ্যাত সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার পুত্র বধূ ঐশ্বর্য রাই বচ্চনের উপরেই বেশি নজর থাকে নিউজ মিডিয়ার।কিন্তু বচ্চন পরিবারের একজন সদস্য রয়েছেন যাকে নিয়ে বেশি খবর শোনা যায় না। ইনি হলেন শ্বেতা বচ্চন নন্দা । লাইমলাইট থেকে দূরেই থাকেন তিনি। কিন্তু অনেকের প্রশ্ন জাগতেই পারে বিয়ে পরেও কেন নিজের স্বামীর সঙ্গে থাকেন না তিনি।আসলে ভাই ও বাবার মতো কখনও অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না শ্বেতার। বরং অভিনয়ের দুনিয়া থেকে দূরেই থাকতে পছন্দ করেন তিনি। কিন্তু ডিজাইনার ও লেখিকা হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তিনি। সেই কারণেই তার স্বামী নিখিল নন্দার থেকে দূরে থাকে‌।
তবে অনেকেই ভাবেন তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু এমনটা নয়, ব্যবসায়ী নিখিল নন্দা নিজেও ব্যবসা সামলান দিল্লিতে। অন্যদিকে মুম্বাইতে নিজের বাবার সঙ্গেই থাকেন শ্বেতা। তাদের দুই সন্তান রয়েছে এক মেয়ে ও এক ছেলে। মেয়ে নব্যা নভেলি নন্দা ও ছেলে অগস্ত্য নন্দা।
এখন শ্বেতার বয়স ৫০ বছর। অভিনেত্রী নয় ডিজাইনার ও লেখিকা হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান শ্বেতা। তার মতো তার নব্যা নভেলি নন্দাও অভিনয় জগতে পা রাখতে চায় না। কিন্তু তার ছেলে অগস্ত্যকে হয়তো খুব শীঘ্রই কোনও বলিউডের ছবিতে দেখা যাবে।

Loading