December 1, 2025

সাইকেল মিছিল করে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে জানালো তৃণমূল ছাত্র পরিষদ

 সোমালিয়া সংবাদ, আরামবাগ: কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বিজেপি বিরোধী দলগুলি দেশজুড়ে লাগাতার আন্দোলন করছে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিএম ও কংগ্রেস এমনকি অন্যান্য বিজেপি বিরোধী ছোট ছোট দলগুলিও এই প্রতিবাদে সামিল হয়েছে। এছাড়া বিভিন্ন কৃষক-শ্রমিক সংগঠনগুলোও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এবার কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নামলো তৃণমূলের ছাত্রসংগঠন। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লকের পক্ষ থেকেও মিছিল বের করা হয়। এই সাইকেল মিছিল থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, কৃষি আইন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এদিন খানাকুল দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মিছিলের নেতৃত্ব দেন সভাপতি মাহমুদুল করিম। মিছিলটি শুরু হয় খানাকুল বাসষ্ট্যান্ড থেকে। শেষ হয় রাজহাটি ভীমতলায়। এই মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের হুগলি জেলা সম্পাদক মুন্সি নজিবুল করিম, খানাকুল দু’নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি নূরনবী মণ্ডল প্রমুখ। এই মিছিলে ছাত্র ও যুব সম্প্রদায়ের মানুষ দলে দলে অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গোঘাটের নকুণ্ডা অঞ্চলে এক সাইকেল মিছিল বের করা হয়। এখানে নেতৃত্বে ছিলেন গোঘাট-১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৈয়দ আসিক হোসেন। আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও সাইকেল মিছিল বের করা হয়। মূলত নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিটের উদ্যোগে এই মিছিলের নেতৃত্ব ছিলেন শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি টিংকু আলি, কার্যকরী সভাপতি পার্থপ্রতিম দে, হেমন্ত পাল প্রমুখ।

Loading