October 6, 2025

বোমা বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা সম্পূর্ণ গুজব, জানালেন অভিনেতা সঞ্জয় দত্ত

সোমালিয়া ওয়েব নিউজ: বোমা বিস্ফোরণ ঘটে নাকি আঘাত পেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। কিন্তু তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। এর কোন সত্যতা নেই। উল্লেখ্য, হঠাৎই গুজব রটে যায় বলিউডের অন্যতম সেরাদের তালিকায় থাকা সঞ্জয় দত্ত মুখ, কনুই এবং হাতে বড়সড় আঘাত পেয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা করা হয়।
ঘটনাটি নাকি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর মাগাড়ি রোডে শ্যুটিং চলছিল একটি সিনেমার। সিনেমায় সঞ্জয় দত্ত খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় অ্যাকশন রয়েছে। তারই একটি দৃশ্যের শ্যুটিং হচ্ছিল যেখানে একটি বিস্ফোরণ হবে।বিস্ফোরণ তো অনেক সিনেমাতেই দেখানো হয়। এই সিনেমাতেও সেভাবেই সবকিছু সাজিয়েছিলেন ফাইট মাস্টার। কিন্তু তা যে দুর্ঘটনা ঘটাবে এবং তাতে সঞ্জয় দত্ত আহত হবেন তা বোধহয় বুঝতে পারেননি ফাইট মাস্টার রবি বর্মা।শ্যুটিংয়ে ক্যামেরা রোল করার পর বিস্ফোরণটি ঘটানো হতে আচমকা তা সঞ্জয় দত্তকে আহত করে। কন্নড় একটি সিনেমার শ্যুটিংয়ে এমন ঘটনা ঘটে। কেডি নামে সিনেমাটিতে সঞ্জয় দত্ত খলনায়ক।এদিকে এই বিস্ফোরণ এবং সঞ্জয় দত্তের আহত হওয়ার ঘটনার পরই শ্যুটিং বন্ধ হয়ে যায়। সংবাদ সংস্থা আইএএনএস সূত্র মারফত জানতে পেরেছে যে সঞ্জয় দত্ত চিকিৎসার পর ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তবে কবে আবার শ্যুটিং শুরু হবে তা পরিস্কার নয়।
কেডি সিনেমায় হিরোর ভূমিকায় রয়েছেন বিখ্যাত অ্যাকশন হিরো ধ্রুব সারজা। এদিকে কেজিএফ: চ্যাপটার ১ এবং ২-এর পর সঞ্জয় দত্ত কেডি সিনেমার শ্যুটিং করছেন।

কিন্তু সকলের জ্ঞাতার্থে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানান, “আমি নাকি আহত হয়েছি, এমন খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে দেখছি। তাই সকলকে আশ্বস্ত করে বলতে চাই যে, এই খবর ভিত্তিহীন। কিচ্ছু হয়নি। ভগবানের দয়ায় আমি একেবারে সুস্থ আছি। শুধু তাই নয়। এর পাশাপাশি সঞ্জয় দত্ত এও জানান যে, ‘কেডি’র শুটে আমাকে অতিরিক্ত যত্নে রাখা হয়েছে। আমার প্রতিটা দৃশ্য শুটিংয়ের সময় সকলে বেশি সতর্ক থাকেন। অতঃপর কোনও চিন্তা। যাঁরা আমার খোঁজ নিলেন কিংবা উদ্বিগ্ন হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ।”

Loading