সোমালিয়া ওয়েব নিউজ: ২০০১ সালে মিস ইন্ডিয়া হন। তারপর ক্রমে বলিউডে পা দেওয়া। বেশ কয়েকটি সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা যায়। সেই সেলিনা জেটলিকে কুরুচিকর আক্রমণ করেন এক ব্যক্তি।২০০৩ সালে সেলিনা বলিউডে পা রাখেন ফিরোজ খানের সিনেমা ‘জানশিন’-এ। যেখানে তাঁর বিপরীতে নায়ক ছিলেন ফারদিন খান। সেই সিনেমার হাত ধরে সেলিনা জেটলিকে উমেইর সান্ধু নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন।উমেইর সান্ধু দাবি করেন, সেলিনা জেটলিই বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি ফিরোজ খান এবং তাঁর ছেলে ফারদিন খানের শয্যাসঙ্গিনী হয়েছিলেন। এটা পড়ার পর তার উত্তর দেন সেলিনা।সেলিনা পাল্টা সান্ধুকে সোশ্যাল মাধ্যমেই আক্রমণ শানিয়ে তাঁকে নপুংসক বলে ব্যাখ্যা করেন। এটাও লেখেন যে নপুংসতা সারানোর জন্য এইসব উপায় অর্থাৎ সেলিনাকে এমন কুরুচিকর আক্রমণ না করে বরং সান্ধু যেন চিকিৎসকের পরামর্শ নেন। নপুংসতার সমস্যা মেটাতে সান্ধুর চিকিৎসকের কাছে অবশ্যই একবার যাওয়া উচিত বলেও পরামর্শ দেন সেলিনা।তাতে আবার পাল্টা চটে যান সান্ধু। তিনি ফের সেলিনাকে আক্রমণ করে তাঁকে সি গ্রেড অভিনেত্রী বলে উল্লেখ করেন। সেলিনাকে তাঁর অভিনীত সিনেমাগুলির দিকেও একবার চেয়ে দেখতে বলেন।সেলিনাকে স্বার্থপরও বলেন সান্ধু। এমনও লেখেন যে সত্যিটা তেতো লেগেছে সেলিনার। ২০০৩ সালে জানশিন-এর অডিশনে ফিরোজ খানের সামনে কি করেছিলেন সেটাও সকলকে বলতে বলেন সান্ধু।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল