সোমালিয়া সংবাদ, ধনিয়াখালি: তৃণমূল নেত্রী সুজাতা খাঁ মণ্ডল সভায় হাজির না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মী- সমর্থকরা। ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালির সরমপাড়া ফুটবল মাঠে। এই জনসভায় মূল বক্তা ছিলেন বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী এবং সুজাতা খাঁ মন্ডল । সভার সময় ছিল বিকাল তিনটে। মাঠভর্তি তৃণমূল কর্মীদের ভিড়। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, ব্লক সভাপতি রামেন্দু সিংহরায় সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একের পর এক বক্তা বক্তব্য রাখেন মঞ্চে।
কিন্তু সুজাতা খাঁয়ের জন্য অস্থির হয়ে ওঠেন কর্মীরা। সন্ধ্যা নামতেই ফাঁকা হতে শুরু করে মাঠ। অবশেষে মঞ্চ থেকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্লক সভাপতি রামেন্দু সিংহরায়। এখনও ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ। তার আগেই একের পর এক জনসভা করে চলেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। এক এক জন একইদিনে দু-তিনটি করে জনসভা করছেন। দিনদুয়েক আগেও রিষড়ায় শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সময়ের তিন ঘন্টা পরে পৌঁছান। ফলে সেখানেও অশান্তির সৃষ্টি হয়। আজও হুগলির গোঘাটে সভা থাকায় ধনিয়াখালির সভায় যোগ দিতে পারেননি সুজাতা খাঁ মন্ডল। ফলে আশাহত হতে হয় তৃণমূল নেতা-কর্মীদের। যদিও মন্ত্রী অসীমা পাত্র বলেন, দলের কর্মীরাই আমাদের সম্পদ। কোনো কর্মীই আশাহত হয়নি। আমরা সারা বছর কর্মীদের পাশে থাকি। আবারও একদিন স্থির করে সুজাতাকে আনা হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি