সোমালিয়া ওয়েব নিউজ: অনেকদিন ধরেই ত্রিপুরায় একটি স্বয়ংসম্পূর্ণ বিধায়ক আবাসন গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কারণ বর্তমানে যে দু’টি বিধায়ক হোস্টেল রয়েছে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির অবস্থা থাকার প্রায় অযোগ্য হয়ে পড়েছে। তাই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতায় এসেই আগে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা শুরু করে। তারপর পূর্ত দফতরকে দিয়ে নয়া বিধায়ক আবাসন গড়ে তোলার কাজ শুরু হয়। অবশেষে হল নবনির্মিত বিধায়ক আবাসনের গৃহপ্রবেশ।রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্সস্থিত মহাকরণ সংলগ্ন নবনির্মিত বিধায়কদের আবাসনের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ‘এই আবাসনে সব দলের বিধায়ক এক ছাদের নীচে মনোরম পরিবেশে থাকবেন। এতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরও গতি আনতে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সচিবালয় সংলগ্ন স্থানে তৈরি এই বিধায়ক আবাসন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।’
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে দু’টি বিধায়ক হোস্টেল ছিল। এরমধ্যে যারা সরকারে থাকবেন তাঁরা একটিতে থাকতেন। আর যারা বিরোধী আসনে তাঁদের জন্য অপর হোস্টেল বরাদ্দ থাকতো। এক্ষেত্রে একটা বিভাজন দেখা দিত। তবে এই নবনির্মিত বিধায়ক আবাসনে সরকার বিরোধী সকল বিধায়কগণ একই হোস্টেলে থাকবেন। এতে সরকার ও বিরোধী সকল বিধায়কদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত হবে।’ নবনির্মিত বিধায়ক আবাসনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর