October 5, 2025

গরমের হাত থেকে বাঁচতে ট্রাফিকদের জন্য এসি হেলমেট

সোমালিয়া ওয়েব নিউজ: সারা দেশে চলছে প্রচণ্ড গরম। দিনে শুরুতেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রি বা তার ওপরে। তেলঙ্গানায় বছরের এই সময় এখনও পর্যন্ত যা রেকর্ড তাপমাত্রা। গরম আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।এই নিয়ে আবহাওয়া দফতর থেকে অতিরিক্ত সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জনগণকে প্রয়োজন হলে তবেই বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছে। তবে এই সময় যাঁদের সারাদিন রোদে দাঁড়িয়ে কাজ করতে হয় তাদের অবস্থা আরও শোচনীয়, যেমন ট্রাফিক পুলিশ!যাঁরা সূর্যের মধ্যে দাঁড়িয়ে সারাদিন নিজেদের দায়িত্ব পালন করছেন তাঁদের জন্য এসি হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক পুলিশের কাছে এই খবর নিশ্চয়ই আনন্দের। এখন জেনে নেওয়া যাক এগুলি কীভাবে কাজ করবে—প্রখর রোদে দাঁড়িয়ে ট্রাফিক সামলানো কনস্টেবলদের জন্য খুবই কষ্টের। একদিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা অন্যদিকে সূর্যের তাপ সহ্য করে সারাদিন রোদে দাঁড়িয়ে থাকা। কাজ সামলাতে গিয়ে অনেকেই নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তেলঙ্গানা সরকার এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও পুলিশকে এসি চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এখন প্রচণ্ড গরমে এসি হেলমেট দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।রাচাকোন্ডা-র পুলিশ কমিশনার ডিএস চৌহান গত সপ্তাহে এলবি নগরের পুলিশ ক্যাম্প অফিসে বেশ কিছু ট্রাফিক পুলিশের হাতে এসি হেলমেট তুলে দিয়েছেন। এই হেলমেটটি আধা ঘণ্টা চার্জ দিলে প্রায় তিন ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম। এসি হেলমেটটি ব্যাটারির সাহায্যে কাজ করে। তাছাড়া এই হেলমেটটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তিন দিক থেকে বাতাস আসতে পারে। অনেক পুলিশকর্তারাই জানিয়েছেন হেলমেটের সার্ভিস বেশ ভাল।তবে এটি এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে। যদি পারফরম্যান্স ভাল হয়, তবে রাজ্য সরকার হায়দরাবাদ শহরের পাশাপাশি রাজ্য জুড়ে ট্রাফিক পুলিশদের হেলমেট সরবরাহ করতে প্রস্তুত।

Loading