October 6, 2025

রাতারাতি কোটিপতি অভিনেত্রী অদা শর্মা

সোমালিয়া ওয়েব নিউজ: দ্য কেরালা স্টোরির অভিনেত্রী অদা শর্মা ইন্ডাস্ট্রিতে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার পর ৩৫০ কোটি টাকার বেশি কালেকশন করতে সক্ষম হয়েছে। অন্যদিকে একই পথে এগোচ্ছে দ্য কেরালা স্টোরি। সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমাটি এখন আরও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। তবে নিষিদ্ধ ঘোষণা করলেও এরই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছে সিনেমাটি।এই সিনেমার পর হঠাৎ লাইমলাইটে চলে আসা অদা শর্মা এই প্রথম কোন সিনেমায় অভিনয় করলেন এমন নয়। বহুদিন ধরেই তিনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ২০০৮ সালে তিনি প্রথম অভিনয় করেছিলেন ১৯২০ সিনেমাটিতে। এরপর ধাপে ধাপে অভিনয় করেন হাসি তো ফাসি, কমান্ডো ২, কল্কি, চার্লি চ্যাপলিন ২ -এর মতো ছবিতে। এর পাশাপাশি তামিল, তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি।১৯৯২ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করার এই অভিনেত্রী ছোট থেকেই নাচের প্রতি চরম আসক্ত ছিলেন। সেই আসক্তি থেকেই কত্থকে স্নাতক ডিগ্রী অর্জন করার পাশাপাশি সালসা, ব্যালে এবং জ্যাজ শেখেন। তবে এ যাবৎ তিনি বহু সিনেমায় অভিনয় করলেও সেই ভাবে জায়গা করে নিতে পারেননি। এমন পরিস্থিতিতে তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দিল দ্য কেরালা স্টোরির শালিনী চরিত্র।অভিনেত্রী অদা শর্মার প্রথম থেকে অভিনয়ের প্রতি চরম ঝোঁক ছিল। আর সেই ঝোঁক পূরণ করতে গিয়ে তার পড়াশুনো লাটে ওঠে। বর্তমানে অভিনেত্রীর বয়স ৩০ বছর। তবে এই ৩০ বছরেই তিনি যে পরিমাণ সম্পত্তি করেছেন তা শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারো। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা। অন্যদিকে দ্য কেরালা স্টোরি সফল হওয়ার ফলে আগামী দিনে তার সামনে অভিনয়ের জন্য বড় বড় দরজা খুলে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Loading