October 5, 2025

কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন বলিউড নায়িকা অনুষ্কা শর্মা

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অনেকেই আজ বিবাহিত। আলিয়া ভাট, অনুষ্কা শর্মা  থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সকলেই বিবাহিত। দীপিকা-ক্যাটরিনা ছাড়া বাকি সকলেরই আবার সন্তানও রয়েছে। তবে সংসার এবং সন্তান সামলেই কেরিয়ার ধরে রেখেছেন বলিউড সুন্দরীরা।
তবে সন্তানের জন্য কেরিয়ার বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিলেন বলিউডের এক সুন্দরী। বিরাট কোহলির পত্নী, বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন তার ভক্তদের। তার এবং বিরাটের একমাত্র মেয়ে ভামিকার কথা চিন্তা করেই অনুষ্কা এমন সিদ্ধান্ত নিয়েছেন।এমনিতেই মেয়ের জন্মের পর থেকে গত দু’বছর ধরে অনুষ্কাকে বড় একটা সিনেমার পর্দায় দেখা যায়নি। আপাতত নিজের সবটুকু সময় সন্তানের জন্যই বরাদ্দ রেখেছেন তিনি। মেয়ের প্রতি তার ভীষণ যত্ন ও সচেতনতা রয়েছে। মেয়ের জন্মের পর তিন বছর কেটে গেলেও আজও ক্যামেরা থেকে ভামিকাকে দূরে সরিয়ে রেখেছেন বিরাট ও অনুষ্কা।অনুষ্কা এখন রয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের মাঝেই তিনি তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। অনুষ্কা জানিয়েছেন তিনি আর খুব বেশি অভিনয় করবেন না। আর হাতেগোনা কিছু ছবিতেই অভিনয় করবেন তিনি। বছরে একটা করে ছবি তিনি করতে পারেন। আর তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন তার একমাত্র মেয়ের জন্য।অভিনেত্রী জানিয়েছেন তার মেয়ের এখন তাকে সব থেকে বেশি প্রয়োজন। তাই বলে এই নয় যে বিরাট তার দায়িত্ব পালন করেন না। অনুষ্কা জানিয়েছেন বাবা হিসেবে বিরাট ভীষণ দায়িত্বশীল। কিন্তু মেয়ের মাকে ছাড়া চলে না একেবারেই। সে সারাক্ষণ তার মাকে পাশে চাইছে। তাই মেয়েকে এখন তাকে আরও বেশি সময় দিতে হবে।

Loading