সোমালিয়া ওয়েব নিউজ: টু হুইলারের জ্বালানি খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে? ভাবছেন বিকল্প পথ কি? স্কুটারে বসাতে পারেন CNG কিট, এতে খরচ অনেক কমবে এবং মাইলেজ পাবেন ৮০ কিলোমিটারের বেশি। কিলোমিটার প্রতি খরচ হবে ৭০ পয়সা। তবে আপনারা কোনো পেট্রোলের স্কুটারে পাবেন না এই সুবিধা, এমনকি যদি সার্ভিসিং করান তাও এত ভালো মাইলেজ এই অল্প টাকায় হবে না। একমাত্র CNG চালিত স্কুটারে এটা সম্ভব।ক্রমবর্ধমান পেট্রোল দামে যখন মানুষের জীবন ওষ্ঠাগত তখন মানুষ কোথাও খুঁজে বেড়াচ্ছে ইলেকট্রিক স্কুটার আবার কোথাও সিএনজি স্কুটার। কিন্তু বাজারে কি এইসব ধরনের স্কুটার পাওয়া যাবে? কোন সংস্থা বর্তমানে সিএনজি স্কুটার বিক্রি করে না। কিন্তু তাও কিভাবে মানুষ সিএনজি স্কুটার ব্যবহার করছেন? কারণ বেশিরভাগ মানুষই সিএনজি কিট নিজেদের স্কুটারে বসিয়ে নিচ্ছেন।সম্প্রতি দেশের সব জায়গাতেই পেট্রোলের দাম ১০০ র কোটা পার করেছে। এর উপর মাইলেজ খুব কম পাওয়া যাচ্ছে, যার ফলে ক্রেতারা খুবই হতাশ। কিন্তু বিভিন্ন স্কুটারে সিএনজি কিট বসানোর সুবিধা আছে। বিভিন্ন সংস্থা তাদের স্কুটারে এই পরিষেবা চালু করেছে, তাই কম পয়সায় বেশি মাইলেজের সুবিধা নিতে পারবেন ক্রেতারা। জেনে নিতে হবে কোন কোন স্কুটারে এই পরিষেবা চালু আছে। Honda Activa, TVS Jupiter, Hero Maestro ইত্যাদি স্কুটারগুলিতে এই কিট বসাতে পারেন। তবে সম্প্রতি দিল্লি ভিত্তিক একটি সংস্থা নাম Lovato এই CNG কিট ইনস্টল করার পরিষেবা শুরু করেছে। যাতে খরচ হবে ১৮ হাজার টাকা।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন