সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: তারকেশ্বর রেল স্টেশনের মুকুটে নতুন পালক যোগ হল। শুক্রবার এই স্টেশনে চলমান সিঁড়ির ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভার্চুয়ালি এই চলমান সিঁড়ি উদ্বোধন করেন আপাতত স্টেশনের এক নম্বর দুই নম্বর প্লাটফর্মে এই সুবিধা পাওয়া যাবে পরবর্তীকালে সমস্ত প্লাটফর্মে একই রকম ব্যবস্থা করা হবে বলে জানা গেছে এদিন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভিডিও কনফারেন্সে জানান, এই স্টেশনের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ফুড প্লাজা, পে এন্ড ইউজ টয়লেট, ডরমেটরি ইত্যাদি। এদিন তারকেশ্বর স্টেশনে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলের সিনিয়র ডি ই এম ওয়ান ছাড়াও হাওড়া ও লিলুয়ার রেল আধিকারিকরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তারকেশ্বর এলাকার বাসিন্দারা ছাড়াও পর্যটকরা এই চলমান সিঁড়ির আবেদন জানিয়ে আসছিলেন। কারণ প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির দর্শনে আসেন। তাঁদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যাই বেশি। এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে তাঁদেরকে দীর্ঘ পথ ঘুরে পৌঁছতে হতো। নতুবা অনেক কষ্ট করে ওভারব্রিজ পার হয়ে যাতায়াত করতে হতো। কিন্তু চলমান সিঁড়ি চালু হয়ে যাওয়ায় এবার ওই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের অনেক সুবিধা হবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক