সোমালিয়া সংবাদ, খানাকুল: বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে খানাকুল-১ নম্বর ব্লকের পোল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলুট এলাকায়। উল্লেখ্য, মুন্ডেশ্বরী ও তার শাখা খালের জলের বন্যায় ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। দুদিনের বেশি সময় ধরে ওই এলাকার মানুষ হয় গৃহবন্দী, নয়তো ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। এদিন সকালে ওই এলাকায় শুকনো খাবার পৌঁছে দেন সাংসদ অপরূপা পোদ্দার। তারপর এদিন বিধায়ক সুশান্ত ঘোষ সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার দুর্গত মানুষজন। তাঁদের অভিযোগ, দু’দিন ধরে তাঁরা জলবন্দী হয়ে পড়ে রয়েছেন। কিন্তু তাঁদের ভোটে বিধায়ক নির্বাচিত হলেও সুশান্তবাবু তাঁদের কোন খোঁজ নেননি। এমনকি এদিনও এসেছেন কোন রকম খাবার দাবার কোন কিছু ছাড়াই। তাই তাঁরা বিধায়কের কাছে অবিলম্বে তাঁদের জন্য খাবার ও অন্যান্য জিনিসপত্রের ব্যবস্থার দাবি জানান। প্রবল বিক্ষোভের মুখে বিধায়ক সুশান্ত ঘোষ এলাকা ছেড়ে চলে যান। এ বিষয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মনোজ মল্লিক বলেন, সাংসদ বিভিন্ন ধরনের শুকনো খাবার, ওষুধ পত্রের ব্যবস্থা করেছেন। রান্নার জন্য চাল পৌঁছে দিয়েছেন। দুটি ত্রাণ শিবির খুলে সেখানেও রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি নিজের ফোন নাম্বার পর্যন্ত দিয়ে গেছেন। কিন্তু দুদিন ধরে বিধায়কের কোন দেখাই পাওয়া যায়নি। তাও এদিন ফটোশুট করার জন্য খালি হাতে এসেছেন। তাই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। যদিও বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, তাঁকে ঘিরে কোন বিক্ষোভ হয়নি। ওই সমস্ত মানুষজন খাবার পাননি। তাই খাবারের আবেদন জানাচ্ছিলেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি