October 5, 2025

বন্যা দুর্গতদের পাশে সাংসদ সহ তৃণমূল নেতৃত্ব

সোমালিয়া সংবাদ, খানাকুল: বৃহস্পতিবার খানাকুলের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেন সাংসদ অপরূপা পোদ্দার। সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি স্বপন নন্দী ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সাংসদ এদিন খানাকুল-১ নম্বর ব্লকের পোল-১ ও পোল-২ নম্বর অঞ্চল ও ২ নম্বর ব্লকের সাবলসিংহপুর, মাড়োখানা ইত্যাদি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। দুর্গত মানুষদের হাতে চিঁড়ে, গুড়, বিস্কুট, কেক, পানীয় জল সহ নানান খাবার তুলে দেন। পাশাপাশি বাড়িছাড়া ও দুর্গত মানুষদের জন্য বিভিন্ন জায়গায় রান্না করা খাবারেরও ব্যবস্থা করেন। অন্যদিকে গোঘাটের বন্যাকবলিত সাওড়া গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর, বেলেকুশমা, গোয়ালপাড়া ইত্যাদি এলাকা পরিদর্শন করেন তৃণমূল পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি ও পঞ্চায়েত সদস্য ঝুমা দিগের। এদিকে খানাকুল ও পুরশুড়ায় মুন্ডেশ্বরী ও দামোদর নদের জল কিছুটা কমলেও আরামবাগে দ্বারকেশ্বর নদের জল কিছুটা বেড়েছে বলে জানা গেছে।

Loading