October 6, 2025

অভিষেক ব্যানার্জীর বাড়িতে সিবিআই হানা নিয়ে বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

সোমালিয়া, আরামবাগ: রবিবার হঠাৎই আরামবাগে ঝটিকা সফরে এলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন তিনি দরবার শরীফে সৌজন্য সফরে আসেন। কথা বলেন দরবার শরীফের পীরজাদা সৈয়দ মানজারুল ইসলাম ও অন্যান্যদের সঙ্গে। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই নোটিশ পাঠানোর প্রসঙ্গে বলেন, ওরা ভয় দেখাচ্ছে। যারা বিরোধিতা করছে, তাদের ভয় দেখাচ্ছে। ভয়ের কোন কারণ নেই। যাঁরা নীতিযুক্ত মানুষ তাঁরা ভয়ে থাকবেন না। তারা যাই করুক না কেন বাংলায় আমরা বিজেপিকে ভোটে জিততে দেব না। বাংলার মানুষ একত্রিত হয়ে বাংলাকে রক্ষা করবে। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক সুবিধার্থে সিবিআইকে ব্যবহার করছে।  এমনকী তিনি দলবদল প্রসঙ্গেও বলেন, যারা গেছে তারাও সিবিআইয়ের ভয়ে গেছে। মোদি ও বিজেপির আঁচলে মাথা গুঁজতে গেছে। এসব সবারই জানা রয়েছে। বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, আর তৃণমূলে নেতৃত্ব দিলে সবাই অভিযুক্ত হবে। এ সমস্ত ভন্ডামি হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।  এদিন তিনি ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসা নিয়েও আক্রমণ করতে ছাড়েননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ভয় দেখাচ্ছে বাংলার মানুষকে। ভয় দেখিয়ে কি ভোট হবে ? ভোট হল নিজস্ব স্বাধীনতা। সাংবিধানিক অধিকার। চোখ রাঙিয়ে ভোট হয় না। ভোটের সামনে ধুলোর মতো উড়ে যাবে চোখ রাঙানো। বিধানসভা ভোটের ফলাফল  প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতায় আমরাই জিতব। মানুষ সচেতন হয়ে গেছে। অবশ্যই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সরকার গঠন করব।  এখানে প্রধানমন্ত্রীর আসার অর্থ কি ? ব্যর্থতা।  বাংলায় কোনও নেতা নেই। বাংলায় কোনও কৌশল নেই। বাংলায় মমতা ব্যানার্জির কোন বিকল্প নেই। দিল্লি থেকে পশ্চিমবঙ্গে তাদের ছুটে আসতে হচ্ছে।  

Loading