October 6, 2025

আরামবাগ মহকুমা জুড়ে মহাসমারোহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সোমালিয়া সংবাদ, আরামবাগ: রবিবার সারা বাংলার সঙ্গে আরামবাগ মহকুমা জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন আরামবাগ রবীন্দ্রভবনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সবুজায়ন’- এর উদ্যোগে অনাড়ম্বরভাবে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিজয় কৃষ্ণ ঘোষসহ বিশিষ্টজনেেরা। কামারপুকুরে সিপিএমের পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। এখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। অন্যদিকে গোঘাটের বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের উদ্যোগে অন্যান্য বছরের মতো এ বছরও এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনাচক্রের নাম দেওয়া হয় “আমরি বাংলা ভাষা”। সংস্থার কর্ণধার দীপক মুখার্জি বলেন, বাংলা ভাষার সাথে আমাদের মায়ের টান লুকিয়ে আছে। এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য কত শহীদ তাদের আত্মবলিদান দিয়েছেন।সালটা ১৯৫২ এই সালে মাতৃভাষার কত মানুষ শহীদ হয়। মাতৃভাষা দিবসের বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি? সত্যিই তাই মাতৃভাষা, মায়ের প্রতি আমাদের নাড়ির টান। এই ভাষাকে প্রাধান্য দিতে আজ বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠে আলোচনাচক্র হয়ে গেল। প্রতিবছরই ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই বিদ্যাপীঠ মাতৃভাষা দিবস পালন করে। কিন্তু করোনা আবহে স্কুল বন্ধ থাকার কারণে আজ এলাকার বিশিষ্ট সম্মানীয় মানুষদেরকে নিয়ে দিনটি পালন করল বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ।

Loading