সোমালিয়া ওয়েব নিউজ: সেজে উঠেছে অযোধ্যা। অপেক্ষার হাতেগোনা আর কয়েকটা দিন। আগামী ২২শে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে দেশ-বিদেশের বহু অতিথির কাছে। ভারত ছাড়িয়ে রাম মন্দির উদ্বোধনের উন্মাদনা পৌঁছে গেছে সারা পৃথিবী জুড়ে।রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এবার বিশেষ উদ্যোগ নিল মরিশাস সরকার। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার যুগনৌথ ঘোষণা করলেন, আগামী ২২শে জানুয়ারি হিন্দু কর্মচারীদের দেওয়া হবে দুই ঘন্টার বিরতি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী মরিশাসের মোট জনসংখ্যার ৪৮.৫ শতাংশ হিন্দু।মরিশাস সরকার জানিয়েছে, আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হিন্দু কর্মচারীদের দেওয়া হবে দু ঘন্টার বিরতি। ২২শে জানুয়ারি এই বিরতি শুরু হবে দুপুর ২ টা থেকে। মরিশাস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়টা যাতে হিন্দু কর্মচারীরা নির্দিষ্ট রীতি মেনে প্রার্থনা করতে পারেন সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী এর আগে দেশবাসীর কাছে উদ্বোধনের ১১ দিন আগে থেকে ‘ব্রতপালন’-এর অনুরোধ জানান।‘অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাম মন্দিরের জন্য বিশেষ ব্রত তিনি শুরু করেছেন এদিন থেকেই। একই সাথে প্রধানমন্ত্রী জানান, ধর্মগ্রন্থ অনুযায়ী বিশেষ বিধি ও নিয়ম পালন করে এই 11 দিন কঠিন অনুশাসন তিনি মেনে চলবেন।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু