সোমালিয়া ওয়েব নিউজ: অযোধ্যায় রাম মন্দিরে ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। মহাসমারহের সাথে পালিত হয়েছে দিনটি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো, রিল পোস্ট করেছে মানুষ। গোটা অযোধ্যা আলোয় সেজে উঠেছিল। সেই ভিডিয়ো থেকে শুরু করে ভগবান রামের প্রতি মানুষের ভক্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আবারও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক যুবকের পিঠে ভগবান রামের একটি ট্যাটু রয়েছে। আর সেই ট্যাটুর নীচেই রাম মন্দিরের একটি ট্যাটুও করতে দেখা গেল। ট্যাটু শিল্পী লোকটির পিঠে ভগবান রামের একটি ট্যাটু তৈরি করেছেন। এর পর পিঠের নীচে আরেকটি ট্যাটু বানাতে যাচ্ছেন তিনি। এই ট্যাটুটি অযোধ্যার রাম মন্দিরের। ট্যাটু শিল্পী খুব জমকালোভাবে পিঠে রাম মন্দিরের ট্যাটু বানিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করতেই হুঁশ উড়েছে নেটিজেনদের মধ্যে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি @ranjeet_rajak_15 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। প্রায় ১০ লক্ষ মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটিতে ভগবান রামের প্রতি তাঁর ভক্তি দৃশ্যমান। কিন্তু এটা কে দর্শকরা যেমন প্রশংসা করছে, কিছু অংশ মানুষ নেতিবাচক সমালোচনা করছেন। ভগবান রামকে পিঠের মধ্যে ট্যাট্টু করাটা ঠিক হয়নি একাংশের মতে।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ