October 5, 2025

পৃথিবীর সরীসৃপ প্রজাতির মধ্যে বিষধর তাইপান, ১০০ মানুষ মারতে সক্ষম।

সোমালিয়া ওয়েব নিউজ: সাপেকে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। পৃথিবীতে সরীসৃপের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। যেকোনো জীবের সংখ্যার কোনো নির্দিষ্টতা নেই। বিভিন্ন প্রজাতির সরীসৃপের দেখা মিলছে এখন। তারা কোন ধরনের সেটাও খতিয়ে দেখছে বিজ্ঞানীরা। প্রাণীবিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে। তবে তার মধ্যে সাপ একটি, যা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বিশ্বের সবচেয়ে বেশি বিষাক্ত সাপ হিসেবে একেই বলা হয়ে থাকে, যা অস্ট্রেলিয়ান মিউজিয়ামের হিসেবে ইনল্যান্ড তাইপানকে বলা হয় হিংস্র সাপ। দারুন হিংস্র ও বিষাক্ত একটি সাপ সূর্য ওঠার আগে থেকেই একেবারে সক্রিয় হয়ে ওঠে সাপটি। হালকা সবুজ বর্ণের হয় চোখের রংও গাঢ় বাদামি রঙের। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য সাপের তুলনায় ইংল্যান্ড তাইপান সাপের বিষ অনেকটাই তীব্র৷ ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের মতে একটি তাইপান সাপ এক কামড়ে সর্বোচ্চ যে পরিমাণ বিষ বের করতে দেখা গেছে তার পরিমাণ ১১০ মিলিগ্রাম৷ আর এই বিষে কমপক্ষে আড়াই লক্ষ ইঁদুর বা ১০০ জন মানুষ মারতে সক্ষম এই সাপ৷ এই সাপের মাথা একেবারে আয়তক্ষেত্রের মত। মাটির ফাটলে এদের বসবাস, সাপের বিষ বিষাক্ততার এল ডি ৫০ স্কেলে পরিমাপ করা হয়, আর সেই স্কেলে পরিমাপ করেই সব থেকে বেশি বিষাক্ত বলে মনে হয়েছে এই সাপটিকে। মাঝারি মাপের এই সাপ এতটা ভয়ানক দেখে বোঝা মুশকিল। সবচেয়ে অবাক করার বিষয় ইংল্যান্ডের এই তাইপান একসঙ্গে এক ডজন থেকে দুই ডজন ডিম পাড়ে, দুমাস পর ডিম ফুটে সেই বাচ্চা হয়। প্রজনন হার তাদের খাদ্যের উপর আংশিক নির্ভর করে।

Loading