October 6, 2025

আপনি কাউকে ফোন বা এসএমএস করতে চাইছেন ভাবনাটাই বাস্তবে হতে চলেছে

সোমালিয়া ওয়েব নিউজ: আজকের আধুনিকতার ছোঁয়ায় অসম্ভব বলে কিছু নেই। আজকে যেটা কল্পনাই ভাববেন কাল সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। একবার শুধু মনে মনে ভাববেন, আর তাতেই ভাবনার ওই ব্যক্তির কাছে চলে যাবে ফোন বা মেসেজ। না এটা কোনও অলীক স্বপ্ন নয়, বাস্তবেই ঘটতে চলেছে। ভাবনাকে বাস্তবতায় পরিণত করছেন ইলন মাস্ক। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক কোম্পানি এমন একটি যন্ত্র বা ডিভাইস আবিষ্কার করেছে, যা মানুষের মননকে পড়ে ফেলে, ফোন করা বা কম্পিউটার চালানোর কাজ করবে। নিউরালিঙ্ক একটি নিউরো-টেকনোলজি কোম্পানি। ২০১৬ সালে ইলন মাস্ক এই সংস্থার সূচনা করেছিলেন। সম্প্রতিই ৩০ জানুয়ারি ইলন মাস্ক, যিনি এক্স সংস্থার মালিক, তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘”নিউরালিঙ্কের প্রথম পণ্যটির নাম টেলিপ্যাথি। এটি এক ধরনের ব্রেন চিপ, যা মস্তিষ্ক ও মোবাইল মধ্যে সংযোগ স্থাপন করবে। এই চিপে শয়ে শয়ে ইলেক্ট্রোড তার রয়েছে, যাকে বলা হয় মাইক্রোন-স্কেল থ্রেড। এই ইলেক্ট্রোডগুলি মস্তিষ্কের নিউরন সংকেতগুলিকে প্রক্রিয়া করে। এর পরে, সেই তথ্য পৌঁছে যায় নিউরালিঙ্ক অ্যাপে। সেখানে সফটওয়্যারটি ডেটা বা তথ্য ‘ডিকোড’ করে, তার ভিত্তিতে পদক্ষেপ করে। অর্থাত্‍ ধরুন আপনি মনে মনে ভাবলেন, কাউকে ফোন করবেন। এই চিপ সেই তথ্য সিগন্যালটি প্রক্রিয়া করে অ্যাপে পাঠাবে। সেখান থেকে তথ্য ডিকোড করে, লিউরোলিঙ্ক অ্যাপ আপনার হয়ে ফোন করে দেবে। এক কথায় বলতে গেলে, শুধুমাত্র চিন্তা করেই আপনি ফোন বা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন।ভিডিয়োয় দেখা যায়, একটি বানর কম্পিউটারে একটি গেম খেলছে। এর জন্য হাত-ও নাড়ছে না সে, কেবল মন দিয়েই নিয়ন্ত্রণ করছে গেম।

Loading