October 6, 2025

কোন্নগরের শিশু খুনে পুলিশের নিশানায় শিশুর মা ও তাঁর বান্ধবী! রহস্যের কিনারায় মোবাইল

সোমালিয়া ওয়েব নিউজ: কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগরের আট বছরের বালক শ্রেয়াংশু শর্মার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করল ফরেনসিক দল। প্রায় এক ঘন্টা ধরে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ফরেনসিক টিমের সদস্যরা। নিহত শিশুর বাবা জানান, ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে, কাউকে ঢুকতে দেয়নি, ছেলের মেডিক্যাল রিপোর্ট নিয়ে গিয়েছে। হুগলির কোন্নগরের বাসিন্দা পঙ্কজ শর্মা। স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানেই থাকতেই তিনি। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়িতে একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দম্পতির শিশুপুত্রকে নৃশংসভাবে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে এক রহস্যময়ীর উপর নজরদারি শুরু করে পুলিশ। তবে এখনও ঘটনার কিনারা করতে পারেনি। পেরিয়ে গিয়েছে চারদিন। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মৃতের মা ও এলাকারই বাসিন্দা এক মহিলাকে (মৃতের মায়ের বান্ধবী) থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের মা ও তাঁর বান্ধবীকে জেরা করলেই প্রকাশ্যে আসতে পারে আসল রহস্য। তদন্তকারীদের নজরে এই দুই মহিলার মোবাইল। শিশুর প্রতিবেশীদের কথায়, তাঁরা সকলেই চান ন্যায় বিচার হোক। দোষীরা শাস্তি পান। এলাকার আরেক বাসিন্দার কথায়, “চারদিন পেরিয়ে গেল। এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুধু আসছে আর যাচ্ছে। কাজ হচ্ছে না।” প্রতিবেশীরা জানান, তাঁরা ওই বাড়িতে কাউকে ঢুকতে দেখেননি। ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Loading