সোমালিয়া ওয়েব নিউজ: ব্যস্ত সময়ে মানুষ তার চাহিদা মতন সবকিছুই পেয়ে যাচ্ছে একমাত্র ডিজিটাল দুনিয়া জন্যই। সেটা যে কোনো সময় স্থলে জলে আকাশে সর্বস্তরে যে কোনো ভাবে কাজে লাগাচ্ছে নিজেদের প্রয়োজনীয়তাকে। ঠিক তেমনি বর্তমান সময়ে ওলা, উবারের মতো অনলাইন অ্যাপের কারণে রিকশা বা ট্যাক্সির ব্যবসা বেশ কিছুটা কমেছে। এখন বেশির ভাগ লোক রিকশা চালকদের জিজ্ঞাসা করে যে একটি নির্দিষ্ট জায়গায় যেতে কত টাকা খরচ হবে এবং তারপরে ওলায় একই জায়গাটি সন্ধান করে এবং দাম দেখে নেয়। অবশ্যই, এই বিষয়টি গ্রাহকদের জন্য সুবিধাজনক, তবে রিকশা চালকদের জন্য এটি অবশ্যই ঝামেলার হয়ে দাঁড়িয়েছে। আর তাই তার রিকশায় ক্রেতাদের আকৃষ্ট করতে এক রিকশা চালক তৈরি করেছেন মদের দোকান। তিনি রিকশায় একটি বার খুল ফেলেছেন। এই ভাইরাল ভিডিয়োটি দেখে আপনি অবাক হবেন। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামের পেজ @yogesh.gajjar.902266 থেকে শেয়ার করা হয়েছে। এখন ব্যাপক ভাইরাল হওয়া ভিডিয়োটিতে ওই রিকশায় অনেক মদের বোতল দেখতে পাওয়া যায়। এই ধরনের রিকশাকে এখন রিকশা ওয়াইন শপ বলা হচ্ছে। এই রিকশাটি মুম্বইয়ের ডম্বিভলি এলাকার বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু আশপাশের দিকে তাকিয়ে সাই বাবার মূর্তি দেখে অনেকে মনে করছেন এবং দাবি করছেন যে এই রিকশা মুম্বাই শহরে। ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এই ভিডিওটি।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ