সোমালিয়া ওয়েব নিউজ : ‘শিং’ এর জন্যই সারা বিশ্বে পরিচিতি ছিলেন তিনি। বিশ্বের প্রবীণতম ব্যক্তি আলি অ্যান্টার। তার মাথার দুই পাশ দিয়ে গজিয়েছিল ‘শিং’। ইয়েমেনের সংবাদপত্র অদন আল-ঘাদের প্রতিবেদনে বলা হয়েছে, আলির যখন ১০০ বছর বয়স সেই সময় তার মাথার দুই পাশে ‘শিং’ গজাতে শুরু করেছিল। সেই ‘শিং’ ধীরে ধীরে বাড়তে বাড়তে তার গালের উপর এসে পড়েছিল। ‘শিং’ দু’টি বক্রাকৃতি ধারণ করেছিল। আর এই ‘শিং’ এর জন্যই তাকে নানা শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছিল। ইয়েমেনের নাগরিক আলি অ্যান্টার ১৪০ বছর বয়সে ১২ মার্চ ২০২৩ এ মৃত্যু বরণ করলেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শিং’-এর কারণে তার সমস্যা ক্রমাগত বাড়তে থাকায় তা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় আলির পরিবার। সেই অস্ত্রোপচারের পরই তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে পরিবারে তরফ থেকে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু