সোমালিয়া ওয়েব নিউজ : ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন যে ক’জন বাঙালি শিল্পী তাদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে এ যেনো চাঁদের হাট, সেখানে মন বাগ দিয়ে দিলেন বাঙালি সিঙ্গার অরিজিৎ সিং। এই অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ থেকে রিহানা সকলের উপস্থিতি নজর কেড়েছে। এর মধ্যেই সেখানে গান গাইতে উপস্থিত ছিলেন অরিজিত্ সিং। কখনও শ্রেয়া ঘোষালের সঙ্গে যুগলবন্দী আবার কখনও একাকী গান গেয়ে মাত করলেন তিনি। কিন্তু এই গান গাইতে কত টাকা নিলেন তিনি? অরিজিত্ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। কিন্তু এখনো মাটিতেই পা রয়েছে তার। তবে শুধু কনসার্ট নয় বিয়ে বাড়ির অনুষ্ঠানেও গান গাইতে শোনা যায় তাঁকে। এখন বিয়ে বাড়ি বাড়ি বা কোনও ফ্যামিলি অকেশনে নামী দামী গায়ক গায়িকাদের এনে গান গাওয়ানো ট্রেন্ড। এই তালিকায় রয়েছেন অরিজিত্ সিংও। সকলেই এই ক্ষেত্রে মোটা অংকের অর্থ নিয়ে থাকেন। এমন কি অরিজিত্ সিংয়ের পারিশ্রমিকও নেহাত কম নয়। সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনার। জানা গিয়েছে, এই ধরনের বিয়ে বাড়ি বা রিসেপশনের ক্ষেত্রে গায়ক পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিত্ সিং। বলিউডের অন্যান্য গায়কের তুলনায় পারিশ্রমিকও অনেকটা বেশি। প্রত্যেক শো এ গান পিছু ১৫ থেকে ২৫ লাখ টাকা নেন অরিজিত্ সিং। অনেকেই হয়তো জানতে উত্সুক, রোজগার বাবদ অর্জিত এই বিপুল পরিমাণ অর্থ গায়ক খরচ করেন কী ভাবে? কারণ তার জীবন যাপনের ধরন দেখলেই বোঝা যায় তা অত্যন্ত সাধারণ। কোনরকম আরম্বরতা বা বিলাসিতা নেই এই জীবন যাপনের মধ্যে। অরিজিত্ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তাঁর সম্পত্তির পরিমাণ ১৪৯ কোটি টাকা। তবে আম্বানিদের বিয়েতে তিনি কত টাকা নিয়েছেন সেই বিষয়টি কিন্তু রহস্যই থেকে গিয়েছে। বছরে তিনি গড়ে আয় করে থাকেন ৭২ কোটি টাকা। তবে সবথেকে ধনী হলেন শ্রেয়া ঘোষাল। অরিজিত্ সিং প্রথম তিনে থাকা ধনী গায়ক। বর্তমানে সেই অরিজিৎ সিং এর গান শোনার জন্য লাখ লাখ মানুষ মুখিয়ে থাকেন। দেশে বিদেশে তিনি যেই কনসার্ট গুলো করেন তার টিকিট মূল্যই লাখ টাকা ছাড়িয়ে যায়।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল