সোমালিয়া ওয়েব নিউজ: সাইবার অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। সাইবার ক্রাইমের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই। অনেক সময় সাইবার ক্রাইমের ক্ষেত্রে কী করা উচিত, তা মানুষ বুঝতে পারে না। কিন্তু তা থেকে মুক্তির বিভিন্ন উপায় খুঁজে বের করছে সরকার। তারপরেও কোনও সুরাহা হচ্ছে না। উল্টে স্ক্যাম বাড়ছে বৈ কমছে না। ফলে হাল না ছেড়ে ভারত সরকার সাইবার অপরাধ এবং অপরাধীদের দমন করতে ফের একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। এই পোর্টালের নাম ‘চক্ষু’ (chakshu)। এই প্ল্যাটফর্মে, ভারতের সমস্ত নাগরিক সাইবার জালিয়াতির বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। তাহলে চলুন সরকারের এই নতুন পোর্টাল সম্পর্কে জানা যাক। সরকারের এই নতুন পোর্টাল নিয়ে আসার লক্ষ্য হল, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, ভুয়ো, বিদ্বেষপূর্ণ ও প্রতারণামূলক বার্তা যাতে না ছড়ায় সেই দিকে নজর রাখা। ভারত সরকারের এই নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে, ভারতের প্রতিটি মানুষ অনলাইনে যে কোনও ধরনের প্রতারণা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ মেসেজ হোক কিংবা কল, স্ক্যাম সেভাবেই হোক না কেন, খুব সহজেই যেখানে অভিযোগ জানানো যাবে। ভারত সরকারের এই পোর্টাল Chakshu-কে আপনি পাবেন সঞ্চার সাথী ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) দ্বারা পরিচালিত হয়। চক্ষু পোর্টালের মাধ্যমে আপনি আর্থিক কেলেঙ্কারি, ভুয়ো ভোক্তা সহায়তা, ভুয়া সরকারি কর্মকর্তা, জাল চাকরি এবং ঋণের অফারের যে কোনও জাল মেসেজ ও কল সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। রিপোর্ট করার সময় আপনাকে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। তারপরেই আপনার রিপোর্ট নেওয়া হবে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর