December 1, 2025

অকাল বৃষ্টির ফলে চিন্তায় পড়েছেন, আরামবাগ মহকুমার আলুচাষিরা

সোমালিয়া ওয়েব নিউজ : পাতা ঝড়া বসন্তে কোকিলের মিষ্টি মধুর কন্ঠে রিমঝিমিয়ে আচমকাই বৃষ্টিতে ভিজল বাংলা। হঠাৎ ঝড়ো হাওয়া ও অকাল বৃষ্টির ফলে চিন্তায় পড়েছেন আরামবাগ মহকুমার আলুচাষি ও আশপাশের আলুচাষিরা। চাষিরা জানান এই বৃষ্টি যদি না থামে তা হলে বড় ক্ষতির মুখে পড়বেন তাঁরা। কারণ এখনও সব জায়গা থেকে আলু তোলার কাজ সম্পন্ন হয়নি। আবহাওয়ার উন্নতি ঘটলে কিছুটা হলেও আলু ঘরে তুলতে পারবেন তাঁরা। না হলে বৃষ্টি তে সব আলু নষ্ট হয়ে যাবে। চাষিরা জানিয়েছেন, এ বছর আলু চাষ এমনিতেই পিছিয়ে পড়েছিল। আলু লাগানোর সময়ও অকাল বৃষ্টি হয়েছিল। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য আলু পচে গিয়েছিল। চাষিদের দু’বার করে চাষ করতে হয়। সেই কারণেই পিছিয়ে যায় বেশ কিছুটা সময়। দু’বার আলু চাষ করতেই খরচ হয়েছে দ্বিগুণ। এখন আলু তোলার কাজ চলছে। ফের অকাল বৃষ্টি শুরু হতেই চিন্তায় পড়েছেন চাষিরা। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে আলু চাষ করেন চাষিরা। যদি আলু চাষে ক্ষতি হয় কী ভাবে ঋণ শোধ করবেন, তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। সরকারের কাছে চাষিদের আবেদন, ঋণের বিষয়টি সরকার যদি একটু দেখেন কিংবা মকুবের ব্যবস্থা করেন তা হলে অনেকটাই উপকৃত হবেন চাষিরা। মহাকুমার সিংহভাগ চাষিরা আলু চাষ করে এবং ফসলের লাভের অংশ বেশ কিছুটা ঋণের বোঝা শোধ করতে সাহায্য করে তাদের।

Loading