সোমালিয়া ওয়েব নিউজ: জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল। মিঠুন চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। কলকাতার ব্রিগেড সমাবেশে তিনি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। এই জল্পনার সূচনা হয়েছিল কয়েক সপ্তাহ আগে যখন আরএসএস প্রধান মোহন ভাগবত তাঁর সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। যদিও তখন প্রাথমিকভাবে রাজনীতিতে যোগদানের কথা অস্বীকার করা হয়েছিল। কিন্তু এদিন সেই জল্পনার অবসান হল। কিন্তু নতুন এক জল্পনা শুরু হয়েছে এদিন সভামঞ্চে মিঠুন চক্রবর্তীর এক বক্তব্যকে কেন্দ্র করে। সাধারণ বক্তব্যের পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকদের আশা পূরণ করতে সিনেমার বেশ কয়েকটি ডায়লগ বলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল যখন তিনি বললেন, আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি একটা কোবরা। গোখরো আমি। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।’ এরপরই তিনি বলেন, ‘এবার কিন্তু এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন। আমার কথায় বিশ্বাস রাখবেন। এরপর ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি আরোষও একবার বলেন, ‘এক ছোবলেই ছবি। এর থেকে কেউ পালাতে পারবে না। আমি কখনও মুখ ফিরিয়ে পালিয়ে যাইনি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব।’ তাই এখন প্রশ্ন উঠেছে, এমএলএ ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী এবার কি বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন? বিজেপি যদি ক্ষমতায় আসে এবং মিঠুন চক্রবর্তী যদি বিধায়ক হন তাহলে তাঁকে কি মন্ত্রিত্ব দেওয়া হবে? এরকম নানান প্রশ্ন এখন শুধু বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেই নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঘুরপাক খাচ্ছে। তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সামনে থেকে যে তিনি নেতৃত্ব দিতে চলেছেন তাঁর বক্তব্যেই পরিষ্কার। অর্থাৎ রাজ্যে নিজেদের ক্ষমতা দখলের ক্ষেত্রে অন্যান্য নেতাদের পাশাপাশি মিঠুন চক্রবর্তীকেও বিজেপি মুখ হিসেবে তুলে ধরতে চায়ছে এ বিষয়ে আর কোনও সন্দেহ রইল না। এখন দেখার সেই পুরনো দিনের ভক্ত-সমর্থকরা তাঁকে কতটুকু ভালবাসা উজাড় করে দেন।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন