October 6, 2025

প্রার্থীপদ: অন্তর্ঘাতের আশঙ্কা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাজ্য বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এই চূড়ান্ত তালিকায় শাসক দলের অনেক বিধায়ক যেমন বাদ পড়েছেন, তেমনই দলের প্রথম সারির কিছু নেতা-নেত্রী টিকিট পাননি। বদলে এসেছে নতুন মুখ ও সেলিব্রেটিরা। রয়েছেন কিছু আমলা ও পুলিশ আধিকারিক। এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু তারপরেই প্রার্থী হতে না পেরে নেতা-নেত্রীদের একের পর এক বিদ্রোহ শুরু হয়েছে। অনুগামীদের নিয়ে সেই বিদ্রোহের আগুন কতদূর পৌঁছাতে পারে তার ওপর অনেকটাই আগামী নির্বাচনে বিভিন্ন দলের ফলাফল নির্ভর করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। শাসক তৃণমূলের ক্ষেত্রে সেই ঘটনা যতটা না এখন হচ্ছে তার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্বাচনের সময় অন্তর্ঘাতে। অন্যদিকে বিজেপির ক্ষেত্রেও তৃণমূল ও বাম দল থেকে যোগ দেওয়া নেতা-নেত্রীদের টিকিট পাওয়াকে কেন্দ্র করে একই রকম ঝড় উঠছে । পাশাপাশি পুরনোরা টিকিট না পেলে বিদ্রোহী হয়ে উঠতে পারেন তাঁরাও। আরামবাগ মহকুমাতেও এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। কারণ চারটি বিধানসভা ক্ষেত্রেই  তৃণমূলের নিজেদের মধ্যে যেমন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট,  তেমনি বিজেপির মধ্যেও  আদি ও নব‍্যদের দ্বন্দ্ব  প্রবল হয়েছে। বারবারই ফেসবুক পেজগুলিতে তার বহিঃপ্রকাশ ঘটেছে।  তাই আগামী কয়েকদিন এই প্রার্থীপদকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠবে রাজ্য রাজনীতি। আরামবাগ মহকুমাও তার থেকে বাদ যাবে না। এমনকি তৃণমূল আড়াআড়ি ভাবে ভেঙে গেলেও আশ্চর্য্য হওয়ার কিছু থাকবেে না।

Loading