October 6, 2025

মুখ ভর্তি লোম থাকায় ঠাট্টা-তামাশা ট্রোল হয়ে দাঁড়িয়েছিল, উত্তর প্রদেশ বোর্ড পরীক্ষায় মাধ্যমিকে প্রথম হয়ে দেখালেন প্রাচী নিগম

সোমালিয়া ওয়েব নিউজ : লোকসভা ভোটের মরশুমেই মাধ্যমিকে ফল ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম শ্রেণিতে প্রথম হয়ে চর্চায় উঠে এসেছে প্রাচী নিগম। কঠোর অধ্যবসায়, দিনরাতের পরিশ্রম করে পাওয়া সাফল্য। কিন্তু নেটাগরিকদের একাংশের মধ্যে সেই সাফল্যের গল্প নিয়ে যতটা না উৎসাহ, তার থেকেও বেশি আলোচনা চলছে প্রাচীর মুখে চুলের আধিক্য নিয়ে। দেদার ট্রোলিংয়ের শিকার হতে হয় তাকে। তবে এই সব মানুষের ‘নিম্ন রুচি’ সম্পন্ন মানসিকতা নিয়ে সমাজমাধ্যমেই সরব হয়েছেন অনেকে। বিষয়টি চোখে পড়তেই ফুঁসে উঠেছেন নেটিজেনদের একাংশ। নিন্দুকদের কড়া সমালোচনা করছেন তাঁরা। এব্যাপারে সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন মনোরোগ বিশেষজ্ঞরা। গত সপ্তাহে দশম ও দ্বাদশের রেজাল্ট প্রকাশ করে উত্তর প্রদেশের মাধ্যমিক শিক্ষা পরিষদ। ফল বের হতেই দেখা যায় ক্লাস 10-র পরীক্ষায় প্রথম হয়েছেন প্রাচী নিগম নামের এক কিশোরী। 98.50 শতাংশ নম্বর পেয়েছে সে। কিন্তু রেজাল্ট প্রকাশের পর এই প্রাচীর লুকস নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলিং। তার মুখে লোমের আধিক্য থাকায় এই নিয়ে অনেকেই কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। যা নিয়ে দানা বাঁধে বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, তথাকথিত সৌন্দর্য না হলেও একজন মানুষ প্রভুত গুণের অধিকারী হতে পারেন। সেই গুণ নিয়ে কথা বলা হবে না কেন? প্রাচীকে নিয়ে সোশ্য়াল মিডিয়ায় চলা এই ট্রোলিংয়ের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও মনো বিজ্ঞানীরা। এদের কেউ কেউ তো সরাসরি ক্লাস 10-এ ফার্স্ট হওয়া মেয়েটির পাশে দাঁড়িয়েছেন। এক চিকিৎসক লিখেছেন, ‘ছবি দেখে মনে হচ্ছে মেয়েটি PCOS-এ ভুগছে। এটা হাসি ঠাট্টা করার বিষয় নয়।’ নেটিজেনদের আরেকজন লিখেছেন, ‘ট্রোলাররা কাকে নিয়ে লিখছেন বা কী লিখছেন তা একবারও ভেবে দেখেন না। এটা দুর্ভাগ্যজনক।’ চিকিৎসকদের পাশাপাশি এই ইস্যুতে মুখ খুলেছেন মনোরোগ বিশেষজ্ঞরাও। তাঁদের কথায়, এই ধরনের ট্রোলিংয়ের শিকার হলে যে কোনও মানুষের আত্মবিশ্বাস টোল খেতে পারে। হরমোনজনিত ভারসাম্যহীনতার কারণেই মুখে লোমের আধিক্য দেখা যায়। যেটা যে কোনও ব্যক্তি থাকতে পারে। তাই এই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা একেবারেই অনুচিত। পাশাপাশি, একে একটা সামাজিক সমস্যা বলে উল্লেখ করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, মহিলারা যতই এগিয়ে যান না কেন, তাঁদের চেহারা ও সৌন্দর্য নিয়ে কথা বলতে ভালোবাসে সমাজ। যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন তাঁরা। এই ইস্যুতে অবশ্যই প্রাচীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, উত্তর প্রদেশের মতো লোকসভা ভোটের মধ্যেই এবার বাংলাতেও প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে ফল। কিন্তু পর্ষদের তরফ থেকে এখনো সেভাবে দিনক্ষণ ঘোষণা করেনি।

Loading