October 5, 2025

অরুণাচলে ফের একবার সরকার গঠন করতে চলেছে বিজেপি।

সোমালিয়া ওয়েব নিউজ; লোকসভা নির্বাচনের সাথে সাথেই অরুনাচল প্রদেশে এবং সিকিমে বিধানসভা ভোট শুরু হয়। 2nd জুন ভোট গণনা হবে তা আগেই জানানো হয়েছিল। সকাল থেকেই বিজেপি অরুনাচল প্রদেশে দাপট দেখাচ্ছিল। ইতিমধ্যে ম্যাজিক ফিগার 31 টি আসনে জয়ী হয়েছে গেরুয়া শিবির মোট আসন সংখ্যা ছিল 61টি, তার মধ্যে 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। বাকি 50 টি আসনে ভোট হয়েছিল। এর আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন পেমা খান্ডু, এবারেও তিনি মুখ্যমন্ত্রী হবেন মনে করছেন ওয়াকিবহল মহল।

Loading