October 6, 2025

বিজেপিকে সমর্থনের চিঠি তুলে দেন জোটের শরিকরা।

সোমালিয়া ওয়েব নিউজ; এন ডি এ সকল নেতৃবৃন্দ সর্ব সম্মতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচিত করেছেন। তাঁর হাতে নতুন সরকার গঠনে সমর্থনের চিঠি তুলে দেন জোটের শরিকরা।গতকাল নতুন দিল্লিতে এন ডি এ-র বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে বলা হয়েছে, শ্রী মোদীর নেতৃত্বে এন ডি এ সরকারের গত ১০ বছরের শাসনকালে প্রতিটি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের সাক্ষী হয়েছে ভারত। দেশের মানুষ ৬ দশক পর টানা তৃতীয়বারের জন্য এক বলিষ্ঠ নেতৃত্বকে নির্বাচিত করেছে, আগামীদিনে তারা দেশের আরো ভালো কাজ করবে।

Loading