October 5, 2025

বৃক্ষটি উলঙ্গ নাকি আমাদের বিবেক?

এই বৃক্ষটি জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সে ফল দিল। অথচ মানুষ নামের হিংস্র হাঙ্গরেরা তাদের ফায়দার অংশটুকু রেখে বাকি সবকিছুই তার কাছ থেকে কেড়ে নিল। আমরা তো শুধুই ফল চাই। বৃক্ষ বাঁচুক মরুক তাতে কী যায় আসে! আমাদের শুধুই ফল দরকার।

Loading