October 6, 2025

তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে নির্দল হয়ে লড়াই করবেন আদি বিজেপি নেতা সুকুমার খাঁড়া

সোমালিয়া ওয়েব নিউজ: দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হয়ে তারকেশ্বর বিধান সভায় লড়বেন আদি বিজেপি নেতা সুকুমার খাঁড়া।অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গতকালই তাঁর মনোনয়নে শীলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। গত পঁয়ত্রিশ বছর ধরে বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা ছিলেন তারকেশ্বরের আস্তারা গ্রাম পঞ্চায়েতের আস্তারা গ্রামের বাসিন্দা সুকুমার খাঁড়া। ১৯৯৬ সালে তারকেশ্বর বিধানসভায় প্রথম বিজেপির প্রার্থী হন সুকুমার বাবু। ১৯৯৮ সালে বাড়িতে বোমাবাজি হয়। বোমাবাজির অভিযোগ ছিল বামেদের বিরুদ্ধে। বোমার আঘাতে চোখের দৃষ্টি হারান সুকুমারবাবু। ক্ষীণ দৃষ্টি নিয়ে বহু লড়াই, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বুক চিতিয়ে লড়ে গেছেন দলের হয়ে। বর্তমানে ৫৯ বছর বয়সী এই নেতাকে দল কোন সন্মান দেয়নি বলে ক্ষোভ উগরে দেন। তবে আদি বিজেপির কার্যকর্তা হওয়ায় তাঁর বহু অনুগামী আছে তারকেশ্বর এলাকায়। বহু কর্মী বিজেপিতে যোগদানও করেছেন তাঁর হাত ধরে। ফলে ভোটে কিছুটা হলেও অস্বস্তি ফেলবে তারকেশ্বর বিধান সভার বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে। সুকুমার খাঁড়া বলেন, দীর্ঘদিন ধরে যারা সংগঠন করে আসছেন তাঁদের সন্মান দেওয়া হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল শর্মার যে নীতি আদর্শ সেই নীতি আদর্শ আর নেই। এখন দলে তাঁর কোনো প্রয়োজন নেই। সে কারণেই বিজেপি ত্যাগ করে শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘের সমর্থনে নির্দল প্রার্থী হয়ে তারকেশ্বর বিধানসভায় প্রতিদ্বন্দ্বীতা করবেন।
তবে এ বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গনেশ চক্রবর্তী বলেন, কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে এবং উনি আবার মূল স্রোতে ফিরে আসবেন।
যদিও তারকেশ্বর বিধান সভার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী কাল। সুকমার খাঁড়া প্রার্থী পদ প্রত্যাহার না করলে ভোট ভাগের ফলে তারকেশ্বর বিধানসভার সমীকরণ অনেকটাই পরিবর্তন হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

Loading