October 5, 2025

জোর কদমে প্রচার খানাকুলের তৃণমূল প্রার্থী তথা ভূমিপুত্র মুন্সি নজবুল করিমের

সোমালিয়া সংবাদ, খানাকুল: প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রবিবার সেই প্রচারের ঝাঁজ আরও জোরালো হয়ে ধরা পড়ল খানাকুলে। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন এলাকার ভূমিপুত্র মুন্সি নজবুল করিম। স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষ খুবই খুশি। তাই যেখানেই নজবুল করিম প্রচারে যাচ্ছেন সেখানকার মানুষ তাঁকে শাঁখ বাজিয়ে, উলু দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। কোথাও ফুল ছুঁড়ে তাঁকে আশীর্বাদ করছেন, আবার কেউ কেউ গলায় মালা পরিয়ে দিচ্ছেন। আসলে খানাকুলের মানুষের কাছে নজবুল করিম কোন অচেনা মুখ নয়। দীর্ঘদিন ধরেই খানাকুলের যেকোন এলাকার যে কোন গ্রামের মানুষের বিপদে-আপদে তিনি ছুটে গেছেন। জাতি-ধর্ম-বর্ণ না দেখে তিনি তাঁদের পাশে দাঁড়িয়েছেন। আর তাই সেই মানুষটিকে এবার প্রার্থী হিসেবে পেয়ে এলাকার বাসিন্দারা আপ্লুত, অভিভূত। রবিবার প্রচন্ড গরম উপেক্ষা করেও প্রচার চালালেন নজবুল করিম। এদিন তাঁর সমর্থনে খানাকুলের কামারশাল থেকে কারগিল মোড় পর্যন্ত এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয়। এর সূচনা করে দেন প্রার্থী নজবুল করিম নিজেই। তবে তিনি  মিছিলের শেষ পর্যন্ত যেতে পারেননি। তিনি দলের অন্য কিছু কর্মী-সমর্থকদের নিয়ে রঞ্জিতবাটি, বালিগোড়ি ইত্যাদি এলাকায় বাড়ি বাড়ি  প্রচারেে যান। যেখানেই গেছেন দুহাত ভরে ভালোবাসা কুড়িয়েছেন। তিনি সকলকে মনে করিয়ে দিয়েছেন কিভাবে গত দশটা বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পাশে থেকেছেন। কন্যাশ্রী, রূপশ্রী, সমব্যথী, স্বাস্থ্যসাথী থেকে , কৃষকবন্ধু, খাদ্যসাথী, বিনা পয়সায় রেশন  সকলের জন্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি সুশান্ত ঘোষ ও সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী ফয়জল খান। এ বিষয়ে তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিম বলেন, যেভাবে গত দশ বছর সারা রাজ্যের পাশাপাশি খানাকুলের মানুষের উন্নয়ন হয়েছে, তাঁরা যেভাবে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন তারপর আর মানুষকে নতুন করে কিছু বলার নেই। কাকে ভোট দিলে সুবিধা হবে তা তাঁরা সকলেই জানেন। তবুও নির্বাচনের নিয়ম অনুসারে প্রচারে বেরিয়েছি। এবারও খানাকুলের মানুষ বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে জয়ী করে দলনেত্রী মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছেন কোন সন্দেহ নেই।

Loading