সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্ব স্বাস্থ্য সংগঠন( WHO ) এমপক্স সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে আপৎকালীন অবস্থা ঘোষণা করার একদিন পর সুইডেন প্রথম এমপক্স আক্রান্তের কথা জানিয়েছে। এর ফলে আফ্রিকা মহাদেশের বাইরে অতি সংক্রামক এম্পক্স ভাইরাস সংক্রমণের প্রথম দেশ হল সুইডেন। আক্রান্ত রোগী, আফ্রিকা অঞ্চলে গিয়ে সংক্রমিত হন বলে মনে করা হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় এই রোগের প্রকোপ দেখা দেবার পর দু বছরের মধ্যে দ্বিতীয় বার এমপক্সে জনস্বাস্থ্য়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল ডব্লিউ এইচ ও। অন্যান্য দেশেও তা ছড়িয়েছে। ডব্লিউ এইচ ওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আজ, জরুরী কমিটি বৈঠক করেছে এবং আমাকে পরামর্শ দিয়েছে যে, পরিস্থিতি আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। আমি সেই পরামর্শ মেনে নিয়েছি। ডব্লিউএইচওর তথ্য অনুসারে, গত বছর ১৪ হাজারের বেশি মানুষের এই রোগে সংক্রমণ ঘটেছে এবং ৫২৪জন মারা গেছে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) চলমান এমপক্স প্রাদুর্ভাবকে মহাদেশের জন্য একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পরে ডব্লিউএইচও-র ঘোষণা এসেছে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু