সোমালিয়া ওয়েব নিউজঃ হেলিকপ্টার নয়, আস্ত বিমান। তবুও উড়তে রানওয়ের দরকার নেই। যে কোনো স্পট থেকে খাড়া ওপরের দিকে উঠে যাবে সিরিয়াস জেট (Sirius Jet)। অবতরণের সময়ও একই ঘটনা। এ ধরণের বিমানকে বলা হয় ‘ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (VTOL)’ এয়ারক্রাফট।
বিমানটি চলবে হাইড্রোজেন জ্বালানিতে। একটি প্রাইভেট জেটের ট্যাংক-ফুল করতে খরচ হয় ১৫০০-৩০০০ ডলার। সেখানে সিরিয়াস জেটে খরচ হবে মাত্র ৫০০ ডলার।
সিরিয়াস জেটের দুটো টাইপ থাকবে। সিরিয়াস বিজনেস জেট— যার ফ্লাইট-রেঞ্জ ১,১৫০ মাইল এবং সিরিয়াস মিলেনিয়াম জেট— যার ফ্লাইট-রেঞ্জ ৬৫০ মাইল। ভূমি থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে এই বিমান।
![]()

More Stories
রহস্যময় গাছ! রাতের অন্ধকারেই জ্বলে উঠবে আলো!
বেন বেন পিরামিড
সয়াবিন তেলে ‘হেক্সেন’ আতঙ্ক: পেটের অসুখের মূলেই কি রান্নার তেল?