October 5, 2025

হাইড্রোজেন বিমান

সোমালিয়া ওয়েব নিউজঃ হেলিকপ্টার নয়, আস্ত বিমান। তবুও উড়তে রানওয়ের দরকার নেই। যে কোনো স্পট থেকে খাড়া ওপরের দিকে উঠে যাবে সিরিয়াস জেট (Sirius Jet)। অবতরণের সময়ও একই ঘটনা। এ ধরণের বিমানকে বলা হয় ‘ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (VTOL)’ এয়ারক্রাফট।

বিমানটি চলবে হাইড্রোজেন জ্বালানিতে। একটি প্রাইভেট জেটের ট্যাংক-ফুল করতে খরচ হয় ১৫০০-৩০০০ ডলার। সেখানে সিরিয়াস জেটে খরচ হবে মাত্র ৫০০ ডলার।

সিরিয়াস জেটের দুটো টাইপ থাকবে। সিরিয়াস বিজনেস জেট— যার ফ্লাইট-রেঞ্জ ১,১৫০ মাইল এবং সিরিয়াস মিলেনিয়াম জেট— যার ফ্লাইট-রেঞ্জ ৬৫০ মাইল। ভূমি থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে এই বিমান।

Loading