হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে চালু করা হল e-GDE পরিষেবা

সোমালিয়া ওয়েব নিউজ; জনসাধারণের সুবিধার্থে আরামবাগ থানা ও হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে চালু করা হল e-GDE পরিষেবা

১) e-GDE কি: এখন থেকে স্ব-শরীরে থানায় না এসেও online এর মাধ্যমে থানায় আপনার অভিযোগ নথিভুক্ত করিতে পারিবেন এবং online এর মাধ্যমেই থানায় GD entry Number নাম্বার জানিতে পারিবেন।

2) নিম্নলিখিত বিষয়গুলির সমস্যাতে e-GDE পরিষেবা পাবেন:
***আধারকার্ড, ATM-card, ব্যাঙ্ক-পাস-বই, জন্ম-সার্টিফিকেট, বাস-পাস, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, ই-জিডি, বিদ্যুৎবিল, ব্যাঙ্ক লকারের চাবি, কেডিপি/এনএসসি, ল্যাপটপ, এল.আই.সি. পলিসি, মেডিক্লেইমকার্ড/মেডিক্লেইম, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডিকার্ড, প্যানকার্ড, পরচা, পাসপোর্ট, রেলপাস, রেশন কার্ড, ভাড়াবিল, শেয়ার সার্টিফিকেট, সিমকার্ড, সৃটুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সরসিদ, ভোটার আইডি কার্ড।

3) e-GDE করিবার লিংক: http://egd.hooghlyruralpd.in/

4) পদ্ধতি: উপরিউক্ত Link অথবা QR Code টি স্ক্যান করে “Click here to SignUp” অপশনটিতে click করুন ও ধাপে ধাপে form টি fill up করুন এবং সর্বশেষে submit করুন

@s#sdpoarambagh

j

Loading