October 5, 2025

২০২৭ সালে দুই দফায় জনগণনা, অন্তর্ভুক্ত হচ্ছে জাতিভিত্তিক তথ্য সংগ্রহ

সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্র সরকার আগামী ২০২৭ সালে জাতীয় জনগণনা দুই ধাপে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এই জনগণনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, জাতিভিত্তিক তথ্য সংগ্রহ—যা স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয়ভাবে বাস্তবায়িত হতে চলেছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ জনগণের জন্য প্রস্তাবিত গণনার দিন নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ১লা মার্চ। তবে, দেশের বরফাবৃত পার্বত্য অঞ্চল—লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের নির্দিষ্ট এলাকাগুলিতে এই তথ্য সংগ্রহ অভিযান হবে ২০২৬ সালের ১লা অক্টোবর। এর কারণ ওইসব অঞ্চলে মার্চ মাসে প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া।

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, জনগণনা প্রক্রিয়া সূচনার জন্য প্রয়োজনীয় দিন নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বছরের ১৬ জুন প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে জনগণনা সংশ্লিষ্ট অন্যান্য দিকনির্দেশনা ও সময়সূচিও অন্তর্ভুক্ত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, জাতিভিত্তিক জনগণনা দেশের নীতিনির্ধারণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায় ও সংরক্ষণ নীতিতে পরিমাপযোগ্য ভিত্তিতে পরিকল্পনা করা সম্ভব হবে।

উল্লেখ্য, পূর্ববর্তী জনগণনা হয়েছিল ২০১১ সালে, এবং ২০২১ সালের জনগণনা করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। ২০২৭-এর এই জনগণনা তাই দীর্ঘ প্রতীক্ষিত ও গুরুত্বপূর্ণ এক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Loading